নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একমাত্র বিরোধী পক্ষ!!

*কুনোব্যাঙ*

তফাত যাও সব ঝুঁট হ্যাঁয়!

*কুনোব্যাঙ* › বিস্তারিত পোস্টঃ

ব্যক্তিগত দিনলিপি-১; এ জার্নি বাই বাস!!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৮

বিকেলের দিকে বেশ ফুরফুরে মেজাজে বাসা থেকে বের হলাম। উদ্দেশ্য শাহবাগ। দল মত নির্বিশেষে এমন আন্দোলন কাছে থেকে দেখাটাও গর্বের। ফার্মগেট বা কারওয়ান বাজারের পর গাড়ী ওদিকে যেতে পারে কিনা এব্যাপারে কোন নিশ্চয়তা না পাওয়ায় ভাবলাম মিরপুর রোড ধরে গিয়ে এলিফেন্ট রোডের মাথায় নেমে হেঁটে চলে যাব। যেই ভাবা সেই কাজ। পল্লবী-ঢাকেশ্বরী বিকল্প সার্ভিসে চেপে বসলাম। বিকল্প সার্ভিসগুলোর একদম সামনে ড্রাইভারের বরাবর বামদিকে একটা সিঙ্গেল সিট থাকে। রাস্তার মোটামুটি ভালো একটা ভিউ দেখতে দেখতে যাওয়ার জন্য ঐ সিটটাই আমার প্রথম পছন্দ। যাইহোক যাত্রা শুরু হলো। মানিক মিয়া এভিনিউয়ের মোড়ে যথারীতি গাড়ী সিগন্যালে। ফুরফুরে মনে ঠিক যে পড়ে পাওয়া ১৪ আনার মত কয়েকটা রিক্সায় চেপে অনিন্দ সুন্দরী কয়েকজন বিদেশিনী আমার পাশে এসে থামল। ঠিক আমার পাশের রিক্সায় বসা দুই অপ্সরীকে দেখলাম প্রচন্ড আগ্রহ আর কৌতুহল নিয়ে সব দেখছে, যে কৌতুহলী চোখ দেখেই বোঝা যায় অপ্সরীরা ঢাকা শহরে নবাগতা। তাদের দিকে মুচকি হাসি দিয়ে বডি ল্যাঙ্গুয়েজে সৌজন্যতা বিনিময় করে শহরের জ্যামের দিকে চোখ বুলিয়ে বললাম,



এটা সুন্দর! কি বল?



রিক্সার ডানপাশে বসা অপ্সরী ভদ্রতাসূচক জবাব দিল, হ্যা, সুন্দর!



বললাম, তুমিও অনেক সুন্দর!



পশ্চিমা সুন্দরীদের একটা গুন আছে। এমন প্রশংসা সূচক কমপ্লিমেন্ট শুনে মনে মনে খুশি হয়ে মুখে কপট বিরক্তি দেখায়না। যে কারণে অত্যন্ত খুশি হওয়ার ভান করে বলল, রিলেলি! থ্যাঙ্কস।



ইংরেজী উচ্চারণে আমার চাইতেও বেশী দৈন্যতা দেখে বুঝলাম তারা হয়তো ইউরোপের কোন দেশ থেকে আগত। এমন সময় কোত্থেকে ছোট্ট এক টোকাই এসে অপ্সরীর পা চেপে ধরল টাকার আশায়। অপ্সরী নির্বিকার। বুঝলাম তাদের ভালো মত শিক্ষা দিয়েই এ শহরে পাঠানো হয়েছে, এমনকি এটাও বলে দেয়া হয়েছে যে রাস্তায় কোন ভিক্ষুক ধরলে কোনভাবেই যেন তার দিকে এটেনশন না দেয়!



যাইহোক, সিগন্যাল ছেড়ে দিল। গাড়ী যথারীতি সিগন্যাল ক্রস করে যাত্রী উঠা নামা করার জন্য সোবহানবাগ থামল। যাত্রী ওঠানামার মধ্যে দেখলাম আবার সেই রিক্সা বহর আমাদের গাড়ীর বামদিক দিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু যাত্রী ওঠানামার কারণে এগুতে পারছেনা। একটু আগে যে ললনার সাথে কথা বললাম তার রিক্সা দেখি আমার একটু পেছনে। গাড়ীর জানালা দিয়ে গলা বের করে আবারও একটু হাসিমাখা সৌজন্যতা জানালাম এবং সাথে গ্রহন করলাম। গাড়ী চলতে শুরু করল।



আবার রাসেল স্কয়ারের সামনে সিগন্যালে গাড়ী আটকা। একটু পর দেখলাম সেই রিক্সাবহর আমাদের বামদিক দিয়ে পান্থপথের দিকে যাওয়ার চেষ্টা করছে। আবারো চোখাচোখি হয়ে গেল সেই অপ্সরীর সাথে। মোড়ে মোড়ে গাড়ী থামানো আর জ্যাম দেখলে এতদিন যতই বিরক্তিবোধ করি না কেন আজ আর ধন্যবাদ না দিয়ে পারলাম না! যেহেতু রিক্সা বহর পান্থপথে ঢুকে যাচ্ছে সেহেতু নিশ্চিত হলাম যে জ্যাম লাগলেও আর দেখা হওয়ার কোন সম্ভাবনা নেই তাই বাই জানানোর জন্য গলা বাড়িয়ে বললাম,



দেখেছ এখানে সব যানবাহন এক সাথে যায়।



সেও উত্তর দিল, হু তাই তো দেখতে পাচ্ছি!



বাঁ হাত নেড়ে টাটা দিয়ে বিদায় জানালাম, সেও টাটা দিয়ে চলে গেল পান্থপথের দিকে। মনে মনে ভাবলাম ছোটবেলায় পড়া সেই গল্পের কথা, যেখানে এক দেশে সব কিছুরই মূল্য সমান বলে গুরু তার শিষ্যদের সেই দেশে থাকতে মানা করে।



আবার ভাবি এমন ভাবছি কেন! এদেশটাকে কি আমার তেমন তুলনা করতে চাচ্ছি। এদেশে রাস্তায় রিক্সা বাস প্রাইভেট কারের গতি সমান থাকতে পারে, তাইবলে অন্য কিছু তো সমান না। সাড়ে তিনশ হত্যার খুনীর হয় মাত্র যাবজ্জীবন আবার সেতু কেলেংকারীর হোতা পায় দেশপ্রেমিক খেতাব! এদিকে কোন অপরাধ না করেও লিমনকে বরণ করতে হয় পঙ্গুত্ব আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অমানবিক নির্যাতন।



যাইহোক, শুধুকি এসবই মনে পড়েছে! এতটুকু কি মনে হয়নি যে ইশ মেয়েটার নাম, দেশ যদি জেনে নিতাম বা নিতে পারতাম! সাথে ইমেইল বা ফেসবুক আইডি!





সবশেষে ব্যাক্তিগত দিনলিপি শোনার কৃতজ্ঞতা স্বরূপ মুজিব পরদেশীর একটি গান-





আমি কেমন করে পত্র লিখি রে......







মন্তব্য ৪৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৮

একজন আরমান বলেছেন:
শেষদিকের কথায় এসে তো বাজিমাত করে দিলেন ভাই।

চলে আসুন একদিন শাহবাগ।
দেখা হবে রাজপথে। :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭

*কুনোব্যাঙ* বলেছেন: আসলেই ভাবলাম, রাস্তায় রিক্সা আর বাসের গতি যদি সমান থাকে তাহলে কেমন হবে! গল্পের সেই দেশের মত, যে দেশে পুঁটি মাছ আর রুই মাছের দাম সমান!


দেখা হবে রাজপথে। থ্যাঙ্কস আরমান ভাই :)

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৮

শের শায়রী বলেছেন: লেখা বরাবরের মত চমৎকার :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

*কুনোব্যাঙ* বলেছেন: ভাবলাম গতকালের কিঞ্চিত রোম্যান্টিক(!) অভিজ্ঞতাটা ব্লগে লিখে রাখি। তবুও আপনার মত লেখকের থেকে এমন প্রশংসাসূচক মন্তব্য পেয়ে সত্যি অনেক ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ শায়রী ভাই :)

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাল লাগল +++++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস কান্ডারী অথর্ব ভাই :) ভাবলাম চলতি পথের এমন একটি সেমি রোম্যান্টিক(!) গল্প ব্লগ ডায়েরীতে তুলে রাখি :D

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

জাকারিয়া মুবিন বলেছেন: ভাল্লাগছে। +++++++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

*কুনোব্যাঙ* বলেছেন: ধন্যবাদ মুবিন ভাই :) চলতি পথে মাঝে মাঝে এমন কিছু ঘটলে বেশ ভালোই লাগে মনেহয়! সাম ডেজ টু রিমেমবার :D :P

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯

মামুন রশিদ বলেছেন: হুম বিদেশিনী মনটা ব্যাকুল করে দিয়ে গেলো ;)


নাইস পোস্ট ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: আর বইলেন্না মামুন ভাই, বিদেশিনীদের জ্বালায় জীবনে আর শান্তি পাইলাম না। কেন যে বিদেশিনীরা এত্ত সুন্দর হয় :(

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০১

যুবায়ের বলেছেন: হায়!! হায়রে................
বিদেশীনি মনটা কাইড়া নিছে আপনার!!..
অহন কি ওইবো :P :P

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

*কুনোব্যাঙ* বলেছেন: দুঃখটা বাড়াইয়া দিলেন যুবায়ের ভাই :( :(

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

সুখী চোর বলেছেন: " যেখানে এক দেশে সব কিছুরই মূল্য সমান বলে গুরু তার শিষ্যদের সেই দেশে থাকতে মানা করে।

আবার ভাবি এমন ভাবছি কেন! এদেশটাকে কি আমার তেমন তুলনা করতে চাচ্ছি। এদেশে রাস্তায় রিক্সা বাস প্রাইভেট কারের গতি সমান থাকতে পারে, তাইবলে অন্য কিছু তো সমান না। সাড়ে তিনশ হত্যার খুনীর হয় মাত্র যাবজ্জীবন আবার সেতু কেলেংকারীর হোতা পায় দেশপ্রেমিক খেতাব! এদিকে কোন অপরাধ না করেও লিমনকে বরণ করতে হয় পঙ্গুত্ব আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অমানবিক নির্যাতন।"

হ্যাটস অফ মামুন ভাই +++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: যখন উদ্যম নিয়ে আনন্দ নিয়ে প্রেরণা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা সেই চলতি পথেই এসব দেখে যদি মন হতাশায় আচ্ছন্ন হয় তাহলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা আসবে কোত্থেকে! জীবন ধারণের মৌলিক শর্তগুলো আমাদের জন্যই এত কঠিন কেন!

ধন্যবাদ সাঈদ ভাই।

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫

বইয়ের পোকা বলেছেন: বড়ই মিস করেছেন ভাই B-) B-) B-)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

*কুনোব্যাঙ* বলেছেন: ঠিকই বলেছেন! আসলেই বড় মিস করেছি! :( :(

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

ঘুড্ডির পাইলট বলেছেন:
আপ্নে অখন অই গানটা গাইতে পারেন মামুন ভাই

ওগো বিদেশীনি তোমার চেড়ি ফুল .........


;)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১১

*কুনোব্যাঙ* বলেছেন: দূরের বাদ্য লাভ কি শুনে, মাঝখানে তার বেজায় ফাঁক! :(


তবে কোন এক কালে কোন এক বিদেশিনীর জন্য পথের ধার থেকে এই হিডেন বিউটিকে তুলে এনেছিলাম ;) :P

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬

মোঃমোজাম হক বলেছেন: ৮ম শ্রেণীর পাঠ্যপুস্তকে এই রচনাটি অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৬

*কুনোব্যাঙ* বলেছেন: হা হা হা ... স্কুল বয়/গার্লরা আর হতশার বাণী না শুনুক! তিক্ত কন্টকময় এদেশ তাদের স্পর্শ না করুক!

কেমন আছেন মোজাম ভাই? অনেকদিন আপনার কোন পোষ্ট পাচ্ছিনা। অন্তত আরব লাইফ নিয়ে অল্প বিস্তর লেখার জোর দাবী জানাচ্ছি।

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৮

মাগুর বলেছেন: এখানে সব যানবাহন এক সাথে যায়। :P :P

অসাধারণ ব্যাঙ ভাই B-)
একবার পড়ে মন ভরলো না, বেশ কয়েক বার পড়লাম! শেষ দিকের কথা গুলো তো ভুলতেই পারছি না! অসাধারণ দিনলিপি!
+++++++++++++++++++++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫২

*কুনোব্যাঙ* বলেছেন: ছোটবেলায় কোন এক গল্পে পড়েছিলাম, যে দেশে পুঁটি মাছ আর রুই মাছের দাম সমান, ঘি আর সরিষার তেলের দাম সমান সে দেশে বাস করা নাকি নিরাপদ না! বেশ খানিকটা সময় রিক্সা আর বাস পাশাপাশি চলতে দেখে সেটাই মনে পড়ল! পোষ্ট দেয়ার উদ্দেশ্য অবশ্য ঢাকার রাস্তায় চলতে গিয়ে অপ্সরী বিদেশিনীর সাক্ষাত পাওয়া এবং তার সাথে দুই একটা সৌজন্য কথা বিনিময়ের গল্পটাই মুখ্য :P

প্লাসের জন্য থ্যাঙ্কস :)

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস অপুর্ন ভাই :)

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

ইখতামিন বলেছেন: ৪র্থ +++++

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২০

নিষিদ্ধ আমি বলেছেন: ৫ম ভাললাগা ভাই, কেমন আছেন?
ভালো থাকুন!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৮

*কুনোব্যাঙ* বলেছেন: ধন্যবাদ ভাই :)

আমি ভালো আছি। আপনি কেমন আছেন?

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী ;)

অনেক ভাল লাগল।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১১

*কুনোব্যাঙ* বলেছেন: হুম, আমি জানি যে আপনি চিনেন ;) :)


রুজি রুটির দৌড়ে কিছুদিন ধরে সকাল সকাল বাইরে বেরুতে হয় বিধায় রাতের বেলায় এবং সকালের দিকে ব্লগে সেভাবে সময় দিতে পারছি না। তাই বঙ্গীয় বিদেশিনীদের সাথে ইদানিং যোগাযোগ একটু কম হচ্ছে। কেমন আছেন? আশাকরি সব ভালো। এক্সাম শেষ হয়েছে আপনার?


ভালো থাকবেন
মনে রাখবেন :) :)

১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১০

কালোপরী বলেছেন: আমি কেমন করে পত্র লিখি তারে??

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

*কুনোব্যাঙ* বলেছেন: গ্রাম পোষ্ট অফিস নেই জানা :D


ধন্যবাদ কালোপরী :)

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

এসএমফারুক৮৮ বলেছেন: +++++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক অনেক ধন্যবাদ


শুভ কামনা

১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

যাযাবর৮১ বলেছেন:





গণদাবি একটাই

আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।

আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।

ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৪

*কুনোব্যাঙ* বলেছেন: গ্রেট কবিতা যাবু কবি। কবিতায় +++++++


অনেকদিন পর যাবু কবির সাক্ষাত পাইলাম। ওয়েলকাম ব্যাক :)

১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৩

টুং টাং বলেছেন: ফরেনার !! :!> :#> :#> :#> :P

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৬

*কুনোব্যাঙ* বলেছেন: :P :P :P :)

২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৯

অদ্বিতীয়া আমি বলেছেন: ভাল লাগল দিনলিপি

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৯

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

২১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৭

ডক্টর এক্স বলেছেন: চমৎকার একটি লেখা ভাই । সুন্দর লেখেন আপনি ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৮

*কুনোব্যাঙ* বলেছেন: আমি আপনার লেখার গুণমুগ্ধ একজন পাঠক। অনেক ভালোলাগে আপনার লেখাগুলি। পছন্দের লেখকের থেকে প্রশংসা বাণী অবশ্যই আনন্দের।


অনেক কৃতজ্ঞতা :)

২২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: ভালো লাগলো ...
++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস রাজকন্যা :)


কিন্তু রাজকন্যা মৃত কেন! 8-|

২৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

কালা মনের ধলা মানুষ বলেছেন: অন্যরকম লেখা মামুন ভাই !! বিদেশীনীর সাথে হালকা রোমান্সের সাথে কঠিন সত্য কথা দিয়ে বাড়ি মেরে দিলেন !!

পিলাস।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

*কুনোব্যাঙ* বলেছেন: হাহাহা... সবকিছুরই মনেহয় একটা পজেটিভ দিক আছে! রাজপথে রিক্সা গাড়ী সব সমান গতিতে না চললে এমন হালকা রোমান্সের একটা অনুভূতি কিভাবে পেতাম!! কিন্তু কথা হচ্ছে যে দেশে রুই মাছ আর পুঁটি মাছের সমান দাম সেদেশে বাস করাও তো বিপদ :(

প্লাসের জন্য অসংখ্য থ্যাংক্স রুমী ভাই :)

২৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩২

মোঃ নুর রায়হান বলেছেন: আমার তো হিংসে হচ্ছে।
আপনার জায়গায় আমি থাকলাম না কেন?
B-) B-) B-) B-)

ভালো লাগছে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫০

*কুনোব্যাঙ* বলেছেন: হায় হায়, , , আপনি সত্যি সত্যি আমার ব্লগে চলে এসেছেন!!


আসলে চলতে ফিরতে মাঝে মাঝে এমন কিছু পেয়ে গেলে ভালোই লাগে! ঠিক যেন পড়ে পাওয়া চৌদ্দ আনা ;)


আমার ব্লগে আপনাকে দেখে অনেক ভালো লাগল।

২৫| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১:০১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আপনের ভাবটা এমন ছিল------ B-)) B-)) B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.