![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার প্রদেশ। হিন্দুকুশ পর্বতমালা বেষ্টিত আফগান সীমান্তবর্তী অঞ্চল। ভৌগোলিক অবস্থানগত এবং আফগান যুদ্ধের কারণে যেখানে প্রতিনিয়ত রচিত হয় মৃত্যুর বিভীষিকা। সেই বিভীষিকাময় মৃত্যু উপত্যকার মাঝে পারিপার্শিক অন্যান্য জাতি উপজাতি থেকে সম্পুর্ণ ভিন্ন এক সংস্কৃতির ধারক হিসেবে টিকে রয়েছে কালাসা নামক প্রায় দশ হাজার জনসংখ্যার এক ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী। শুধুমাত্র ভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যই নয় বরং হালকা চুল, শারীরিক গঠন এবং সবুজাভ চোখও তাদের ভিন্নতার উদাহরণ। জাতিগত ভাবে তারা নিজেদের আলেকজান্ডার দ্যা গ্রেটের সৈন্যবাহিনীর উত্তর পুরুষ মনে করলেও নৃতাত্ত্বিক গবেষণায় তার ব্যাপারে নির্ভরযোগ্য কোন প্রমাণ নেই। বরং তাদের সংস্কৃতি, ভাষা ও পার্বণ বিবেচনা করলে তাদের ইন্দো ইরানী বা বৈদিক আর্যদের একটি প্রচীন ধারা হিসেবেই অনেক নৃতাত্ত্বিক মনে করে থাকেন। যদিও তাদের ব্যাপারে সাম্প্রতিক নৃতাত্ত্বিক গবেষণার ব্যাপারে কোন তথ্য আমার জানা নেই।
যাইহোক, কালাসা জাতিগোষ্ঠীর তিনটি প্রধান পার্বনের মধ্যে প্রধানতম উৎসব হচ্ছে "বসন্ত উৎসব" যাকে স্থানীয় ভাবে "জোশী" বলা হয়। তীব্র শীতের অবসানের প্রারম্ভে ইংরেজী মে মাসের দিকে পালিত হয়ে থাকে কালাসাদের জোশী উৎসব। ঐতিহ্যবাহী পোষাকে সজ্জিত হয়ে কালাসা নারীরা নেচে গেয়ে উদযাপন করে থাকে তাদের জোশী বা বসন্ত উৎসব। সাথে থাকে কালাসা পুরুষদের বাদ্য বাজনা।
দেখে নেই কালাসাদের বসন্ত উৎসবের কিছু ছবি।
নব পল্লবিত পুষ্পপত্রের ন্যায় জীর্ণাতা দূর করে নব জাগরণে মুখরিত হোক তারুণ্য। জরাজীর্ণ লজ্জিত অতীতকে মুছে ফেলে নব পল্লবে পল্লবিত হোক আমার প্রিয় স্বদেশ ভূমি। এবং তার শুরু হোক তারুণ্য জয়ী সকল প্রজন্ম চত্বর থেকেই। আর বসন্তের প্রথম প্রহরে এটাই হোক সকলের প্রত্যয়।
সবাইকে বাসন্তী শুভেচ্ছা।।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩১
*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাংক্স আশাকরি এই ছবিটাও ভালো লাগবে
অঃটঃ টেকি বিষয়ে আমার বিদ্যা ভয়ঙ্করী। তাই আমি নিজেও জানতে আগ্রহী হইলাম যে ঘটনা কি!
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৬
shfikul বলেছেন: অজানাকে জানলাম।দারুন ভালো লাগল। পোস্টে প্লাস।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪১
*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ সফিকুল ভাই।
এটা আপনার জন্য
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৫
নিয়েল ( হিমু ) বলেছেন: দুঃখ জনক হলেও সত্য যে কমেন্টে দেয়া ছবিটাই দেথা যাচ্ছে না
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৫
*কুনোব্যাঙ* বলেছেন: ছবিটা আবার দিলাম। এবার পোষ্ট লেখার পেজের নিচের দিকে ছবি যুক্ত করার জায়গায় আপলোড করে দিলাম। যদি দেখা যায় তাহলে ঘটনাটা ধরা যাবে মনেহয়! আগে দেখেন ছবিটা দেখা যায় কিনা!
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৮
বিধুভূষণ ভট্টাচার্য বলেছেন: দারুণ লাগল। +++++++++++++++
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৪
*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ।।
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৫
অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর
বসন্তের শুভেচ্ছা
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০০
*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ
আপনার জন্য বসন্তের উপহার
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
নিয়েল ( হিমু ) বলেছেন:
হ্যা দেখা গেছে ।
মোরগ সেজেছে ?
সুন্দর :!>
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
*কুনোব্যাঙ* বলেছেন: তাহলে বুঝতে পেরেছি কোন জায়গা থেকে আপলোড করলে ছবি মোবাইলে দেখা যায়না
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২
সাদা রং- বলেছেন: কালারফুল।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ।। আপনার প্রোপিক দেখে ভালো লাগল।
শুভ কামনা
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২
যাযাবর৮১ বলেছেন:
কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)
বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।
জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯
*কুনোব্যাঙ* বলেছেন: যাবু কবির আরেকটা চমৎকার কবিতা। আবারো থ্যাঙ্কস
পুর্ণতার মাঝে জীবন সাজুক
অপুর্ণতার মাঝে পুর্ণতা আসুক
শুভ কামনা সর্বক্ষণ
সুস্থ থাকুক দেহ মন
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
আশিক মাসুম বলেছেন: পোষ্ট ভালা হইছে
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস
১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৯
ফারিয়া বলেছেন: বাহ, ভালো কিছু জানতে পারলাম!
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৫
*কুনোব্যাঙ* বলেছেন: প্রশংসাসূচক মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা
কালাসাদের ব্যাপারে আরো জানতে View this link
১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
কালা মনের ধলা মানুষ বলেছেন: দারুণ পোস্ট !! কই পাইলেন এদের খবর?? কি রঙ !!! অদ্ভুত সুন্দর।
শেষ প্যারাটা অসাধারন লেখসেন।
আর প্রথম ছবির মেয়েটারে পছন্দ হইসে। :#>
ইয়ে, ফেসবুক আইডি কিম্বা মুবাইল নাম্বার, পাওয়া যাবে?
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
*কুনোব্যাঙ* বলেছেন: একটা ফটো এক্সিবিশনে প্রথম তাদের ব্যাপারে জানতে পারি। তারপর খোঁজ দ্যা সার্চ গুগল আঙ্কেল তো রয়েছেই এরা খুবই প্রান্তিক ক্ষুত্র নৃ-গোষ্ঠী। পারিপার্শিক জাতিগোষ্ঠী থেকে ভিন্নতা এবং সম্পুর্ণ ইউনিক কালচারের কারণে তারা কিছুটা পরিচিতি লাভ করেছে।
থ্যাংক্স রুমী ভাই।
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০
মশামামা বলেছেন:
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'
ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
*কুনোব্যাঙ* বলেছেন: অপরাধী শাস্তি পাক। দূর হয়ে যাক বিভেদের দেয়াল। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়ে উঠুক আগামীর সোনার বাংলাদেশ।
১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭
শায়মা বলেছেন: আরে এত সুন্দর কালারফুল ড্রেস!!!!!!!!
এই নাচের ভিডিও লাগবে ভাইয়া!
যোগাড় করে দাও প্লিজ!!!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৮
*কুনোব্যাঙ* বলেছেন: জোগাড় করে দিলাম!!! সত্যি নাচগুলো অনেক সুন্দর!
জোশী উৎসব
কালাসা নৃত্য
দেখুনতো মিউজিকটা একটু পরিচিত লাগে কিনা! ছোটবেলায় এমন মিউজিকের একটি হিন্দি গান পথে ঘাটে অনেক শুনেছি
১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬
শায়মা বলেছেন: থ্যাংক ইউ!!!!!!!!!!!!!
কিন্তু ডাউনলোড করবো কেমনে!
১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৮
শায়মা বলেছেন: একটাও দেখা যায়না!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০
*কুনোব্যাঙ* বলেছেন: উপরের সব কয়টা ইউটিউব লিংক। আমার এখান থেকে দেখা যাচ্ছে সব। আর ইউটিউব থেকে কিভাবে ডাউনলোড করতে হয় সেটা জানিনা।
গুগল ঘেঁটে বিবিসির একটি ভিডিও লিংক পেলাম View this link
সাথে গুগলের এই সার্চ রেজাল্ট View this link
দেখা যাক কাজ হয় কিনা
অঃটঃ প্রোপিকে কেমন যেন অপরিচিত অপরিচিত লাগছে!
১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৯
ইখতামিন বলেছেন:
১০++++++++++++++
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫০
*কুনোব্যাঙ* বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে
১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৬
গোলাপ ভাই বলেছেন: পুষ্টুখানা ব্যপুক ভালু হইচে
+++
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০
*কুনোব্যাঙ* বলেছেন: সো মেনি থ্যাঙ্কু আমিনুর ভাই থুক্কু গোলাপ ভাই
১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৩
সানড্যান্স বলেছেন: হাই কুনোব্যাং!!
সুন্দর পোস্ট!!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০২
*কুনোব্যাঙ* বলেছেন: হ্যালো সানড্যান্স ... কেমন আছেন?
থ্যাংক্স
১৯| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০
রোকেয়া ইসলাম বলেছেন: দারুন একটা পোস্ট......
খুব ভালো লাগলো। ছবিগুলো সবই অসাধারন।
অনেক অনেক সুন্দর..................।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:১৬
*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যাবাদ আপনাকে। কালাসারা মনেহয় অনেক কালারফুল।
কেমন আছেন আপু? ব্লগে আপনাকে অনেক কম দেখি। আপনিই কম আসছেন নাকি আমার চোখ এড়িয়ে যাচ্ছে?
২০| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪০
জুন বলেছেন: বাহ খুব সুন্দরতো মৃত্যুর মুখোমুখি দাড়িয়েও রং এর ছোয়ায় রংগীন জীবন।
+১৩
অটঃ কুনো এমন হলুদ গাঁদা ফুলের ছবি আমিও তুলেছি সৃতিসৌধে
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৭
*কুনোব্যাঙ* বলেছেন: আপনি এতদিন কোথায় ছিলেন আপু? একেবারেই ব্লগে পাইনি আপনাকে!
২১| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০৮
স্বপনবাজ বলেছেন: সুন্দর পোস্ট!!
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৯
*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস স্বপনবাজ
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২১
নিয়েল ( হিমু ) বলেছেন:
খুব সুন্দর ছবি গুলো :!> :!>
all in one টাই পোষ্ট দারুন লাগল ।
অঃটঃ মোবাইল দিয়ে মোবাই ভার্ষণে ছবি দেখা গেল কেন ?