নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is short,, live it up.......

রাজাকারদের চরম ভাবে ঘৃনা করি..। রাজাকার মুক্ত বাংলাদেশ গড়তে চাই

almamun_70

বাংলাদেশের রাজনিতী ঘৃনা করি। বন্ধু ভালবাসি । দেশকে ভালবাসি......।

almamun_70 › বিস্তারিত পোস্টঃ

ক্যাম্পাসে আমার প্রথম প্রেমঃ

০২ রা জুন, ২০১৩ দুপুর ১২:৩৩

......... দু চোখে রঙ্গিন স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল আমার ক্যাম্পাস জীবন। ডেমো, লেকচার, হোস্টেলের আড্ডা, ঘুরতে যাওয়া এইসব করেই দিন কাটছিল। অবসরে ফ্রেন্ডরা মিলে আড্ডা দিয়ে কাটিয়ে দিতাম ঘণ্টার পর ঘণ্টা। ক্লাস শেষে ডাক্তার ক্যান্টিনে চা খাওয়ার নামে পার করে দিতাম ক্লাস । প্রায় ১৫ দিনের মাথায় ক্যান্টিন থেকে বের হয়ে প্রথম তাকে দেখি। প্রথম দেখায় যে প্রেমে পরেছিলাম ব্যাপার টা সেরকম না। বরং প্রথম যখন তোমায় দেখেছিলাম তখন কেমন যেন বিবর্ণ ছিলে। বন্ধুরাই আমাকে তোমার সাথে পরিচয় করিয়ে দিল। একদিন দুইদিন করে প্রায় প্রতিদিন তোমার সাথে দেখা হতে লাগল। অল্প অল্প করে তোমাকে জানলাম। তোমার মনের গভীরতা টের পেলাম। তুমিও কেন জানি আমকে আপন করে নিলে। তোমার উদাস মনে স্বপ্ন বুনে দিলাম। রুমমেট বলল কেন ওর পিছনে সময় নষ্ট করছিস, রেজাল্ট খারাপ করবি, কিন্তু কে শুনে কার কথা। ততদিনে আমি যে তোমাকে আমার মন মন্দিরে ঠাই দিয়ে দিয়েছি। নিজের হাতে তোমাকে নতুন রাঙে রাঙ্গানো শুরু করে দিয়েছি। অপেক্ষা করতাম কখন ক্লাস শেষ হবে আর আমি তোমার দেখা পাব। তুমিও ছিলে পাগল একটা, আমার জন্যই যেন বসে থাকতে। একটা সময় বুঝতে পারলাম আসলে তুমি আর আমি এক হয়ে গেছি। তোমার জন্য কত বন্ধু হারিয়েছি, সিনিয়র দের সাথে খারাপ ব্যাবহার করেছি, এক বার তো বাকেরগঞ্জ এর এক কলেজে মার পর্যন্ত খেতে নিছিলাম। তবুও তোমাকে ভুলিনাই। বরং আরও বেশি করে তোমার মাঝে নিজেকে খুজে ফিরেছি।

বহুদিন হয়ে গেল...। জানিনা আমার কথা এতদিন পরে তোমার মনে আছে কিনা? হয়ত তোমার নতুন কোন সঙ্গি জুটেছে, আমার ছবি হয়ত মুছে দিয়েছ মনের আয়না থেকে, কিন্তু আমি এখনও আছি তোমার সৃতি বুকে আগলে ধরে। ভাল থেক তুমি............।

হে আল্লাহ্‌ ভাল রেখ আমার প্রাণপ্রিয় “সন্ধানী” কে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.