![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের রাজনিতী ঘৃনা করি। বন্ধু ভালবাসি । দেশকে ভালবাসি......।
বহু পত্রিকাতে ডাক্তারদের সম্পর্কে নানা বানোয়াট কথা লিখে। সামান্য কয়েকটা খারাপ লকের জন্য আমরা সবাই খারাপ হতে পারি না। রোগীদের জন্য আমাদের ও অনেক কষ্ট হয়, আমাদেরও মন কাঁদে। আমার খুব কাছের এক ছোট ভাইয়ের লেখাটা তাই সরাসরি তুলে দিলাম।
মাঝে মাঝে বিধাতাকে প্রশ্ন করতে ইচ্ছা হয়,কিছু মানুষের ভরসার জায়গা হিসেবে যেহেতু তৈরী করলে,তবে তোমার নিয়তিকে অতিক্রম করার শক্তি কেন দিলে না?
সব রোগীর মৃত্যুই কষ্টদায়ক।কিন্তু কিছু কিছু মৃত্যু অপরাধী করে দেয়।
সাকিবের নড়াইল যাওয়ার কথা ছিল বাসে চড়ে।কিন্তু সকালে রওয়ানা হল এম্বুল্যান্সে।যাবার আগের ৩-৪ টা দিন মৃত্যুর সাথে করেছে যুদ্ধ।
আমার ইউনিটের সহকারী অধ্যাপক,রেজিস্টার,সিনিয়র মেডিকেল অফিসার এই ঈদের ছুটিতে প্রতিদিন দেখেছেন।অবহেলার কোন সুযোগ নেই।সবাই দেখে গেলেও কি এক অদ্ভুদ ভরসার জায়গা তৈরী হয়েছিল আমার প্রতি জানিনা।প্রতিদিন তো বারংবার ফোন করতোই ওর মা,তবে কাল রাতে যখন আইসিআইউ তে নেয়া হয়,তখন ফোন করে বলছিলো,স্যার আপনার ডিউটি কবে?আর আমার সাকিব মনে হয় আর বাচবেনা।আমি আশ্বাস দিয়েছিলাম ডিউটি যেদিনই থাকুক,আজ যাব।যেতে আর পারলাম না।সকালেই সাকিব চলে গেল।আমি থাকলে অন্যরকম কিছু হত ,আমি বিশ্বাস করি না।ঢাকাতেইতো ছিলাম।একটাদিন তো যেতেই পারতাম।খুব অপরাধবোধ কাজ করছে।
সন্তানহারা মাকে সান্তনা দেবার ভাষা আমার জানা নেই।একটা মেসেজ করেছি ওই মায়ের নাম্বারে।সাকিবের বাবার সাথে কথা হয়েছে বেশ কয়েকবার।ফোনের ওপাশের মৃদু কান্নার আওয়াজটা শেলের মত বিধছে বুকের মাঝে।আমি দুদিন পর হয়ত ভুলে যাব,এই ১৮ অক্টোবর,কিন্তু সাকিবের মা!!
জানিনা শিশুদের কবরের আযাব আছে কিনা?মাফ কর খোদা ওকে,ও অনেক কষ্ট পেয়ে মারা গেছে।তাকে আল্লাহ তাড়াতাড়ি বেহেশতে নিয়ে যাও।আর ওই মা কে ধৈর্যশক্তি দাও।আমার যদি কোন অপরাধ হয়ে থাকে ক্ষমা করে দিস সাকিব।
ডাঃ রিয়াজ
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনিস্টিটিউট
২| ১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৫
almamun_70 বলেছেন: ভাই সবাই যদি এইটা বুঝত তাহলে মনের কষ্ট গুলো অনেক কমে যেত।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৯
বিশ্বাস করি 1971-এ বলেছেন: ডাক্তারেরা্ও আমাদের এই সমাজেরই মানুষ । সমাজে সব পেষায় যেমন খারাপ মানুষ আছে ভাল মানুষ আছে ডাক্তারদের মধ্যেও তেমনি ।