নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

life is short,, live it up.......

রাজাকারদের চরম ভাবে ঘৃনা করি..। রাজাকার মুক্ত বাংলাদেশ গড়তে চাই

almamun_70

বাংলাদেশের রাজনিতী ঘৃনা করি। বন্ধু ভালবাসি । দেশকে ভালবাসি......।

almamun_70 › বিস্তারিত পোস্টঃ

আমি একজন ডাঃ বলছি

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১০

আজ আমার নিজেকে অনেক নিরাপদ মনে হয়।

আমার সাথে কোন রোগীর লোক কথা বলতে চাইলে ( যদি আমি অনুমতি দেই ) তবে তাকে মাত্র একটি কেঁচি গেট ও চারটি দরজা (রাত ১২ টার পর হইলে গেট আরেকটা বারে) এবং দুইজন দারোয়ান অতিক্রম করে দেখা করতে হয়। আর এই দূরত্ব অতিক্রম করতে করতে আমি "সিম্পল এমবিবিএস ডাক্তার" তাদের কাছে "স্যার" হয়ে যাই ( হোক না সে যতই ক্ষমতাবান)। কথা বলার সময় তারা সাবধানে কথা বলে পাছে আমি আবার বিরক্ত হই। যত বড় সাংবাদিক হোক না কেন তার জন্যও একই নিয়ম।

আর এই নিরাপত্তার জন্য যে খরচ তা কিন্তু রোগীর কাছ থেকেই নিয়ে থাকি। আমার এই নিরাপত্তা কেন জানেন? কারন আমি কর্পোরেট হাসপাতালে চাকরি করি। যদিও আমদের হাসপাতাল অলাভজনক সেবামুলক তাই নিরাপত্তা একটু কম। যদি তা না হইত তাহলে আমার নিরাপত্তা আরও বেশি হইত আর রোগীদের খরচ টাও বেশি হইত।

তাই যারা এইসব দুইটাকায় বিক্রি হওয়া ৫/৮ পাশ সাংবাদিকদের সাথে তাল দিচ্ছেন তাদেরকে বলছি,



"গেট রেডি ফর দা কর্পোরেট দুনিয়া, আপনার পকেটের টাকায় আপনি সেবা নিবেন, কিন্তু যার টাকা নেই তার কথা টা একবার ভাবুন। ডাক্তার রা চাইলেই সব রোগীকে বাঁচাতে পারে না। যখন ডাক্তাররা দেখবে তার ভুল না থাকলেও মূর্খ সাংবাদিক কিছু না বুঝেই রিপোর্ট লিখতেছে যে ডাক্তারের ভুলে রোগীর মৃত্যু তখন তারা কি ওই মরনাপন্ন রোগীর চিকিৎসা করতে চাইবে? হয়ত রোগীটাকে বাঁচানো যেত কিন্তু কে এই রিস্ক নেবে? "

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.