নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছাল নাই কুত্তার বাঘা তার নাম
ভাব আছে দেখি
নেতা সেই নাকি?
জ্বী দাদা ভাই দেখিতে অসাম।
খায় কি গো সে
শুয়ে নাকি বসে?
নাকি দাঁড়িয়েই সাড়ে তার কাম।
সেই জাত দাদা
এযে শুধু ধাঁ ধাঁ!
উত্তর খুঁজে পেতে ছুটিবে যে ঘাম।
দাদা এ থাকে কই?
খায় কি মিঠা দই?
টাকা খায় দাদা সত্যি-ই কলাম।
মজা কর নাকি?
নিচু তলা থাকি
দেখিনিতো এমন এই ধরাধাম।
নয় মজা এটা,
বলি আগে সেটা
ও জাতি ভুলে ভরা লাগে সদা জ্যাম!
ছোট থেকে শুনি
ঘেউ ঘেউ ধ্বনি,
ইহা কুত্তা-ই হবে থাকে নাতো চাম।
আমি যে উকিল
নইতো কোকিল?
ধূধূ বালুচরে,,,,,,,,,,,,,হালাল না হারাম?
কালো পোষাক নাই
বলিবে কি তাই?
আমি কি শুধু,শুধুই কি বোকারাম?
ইহা সেই জাত
খায় সাদা ভাত
থাকে উহা উঁচু তলা থাকে সম্মান।
শুধু ইশারাতে
বুঝিয়াছি তাতে,
ছাল নাই কুত্তার বাঘা তার নাম।
©somewhere in net ltd.