নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাদা কোথায়?মাঠের কাজে
বৌদি কেন বসে?
পাশের বাড়ীর সোনাই মাধব
বলল হেসে হেসে।
কি আর করি বলত সোনাই?
ভাবছি একা মনে,
বলতে গেলে লজ্জা লাগে
বলি কাহার সনে।
বলনা বৌদি এইতো আমি
ভাব আপন জন
লজ্জা কিসের পাচ্ছ বল?
পুড়ছে গহীন বন।
কিছু টাকা ধার দিবে গো
অল্প দিনের তরে,
তোমার দাদা কদিন থেকে
ভুগছে ভীষণ জ্বরে।
দিবে নিবে এতে কি আর?
বুলিয়ে মাথায় হাত
এইতো সুযোগ ভাবছে সোনাই
করব কুপোকাত।
আচ্ছা বৌদি জলতো খাওয়াও
বড্ড তৃষ্ণা পেলো
আর কতকাল থাকব উপোষ
দুপুর হয়ে এলো।
নেইযে ঘরে এক মুঠো চাল
কি দিব গো খেতে?
থাক থাক এদিক আসো
আর হবেনা যেতে।
দাওনা মিটায় বৌদি তুমি
একটু মনের সুখ
তাতেই আমার মিটবে খিদা
জুড়ায় প্রাণ ও বুক।
এইনা বলে জড়িয়ে ধরে
করছে হুড়োহুড়ি
জয় মা বলে পেটের নীচে
মারছে জোরে ছুরি।
বলছি ওরে হারামজাদা
গরিব হতে পারি
মোদের সাথে করবি এমন
টাকার বাহাদুরি।
©somewhere in net ltd.