নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্ষা বিকেল,কি আকাশের ঢং?
দোতরায় নব্য হাতের ছোঁয়া,
কি অসহ্য সুর?আঙুলের টিং টং।
::
ঠোঁটে ঠোঁট মেঘলা আকাশে বর্ষণ
কি শুভ্র প্রেম?যায়নি ধোয়া,
মেঘে মেঘে এবেলা হয় তবু ঘর্ষণ।
::
আঙুলের ফাঁকে স্বপ্ন আঁকি রোজ
মেঘলা তবু প্রেমিকের মুখ
ফুটে উঠে ওবেলা সুখ শান্তজ।
::
ঘন জঙ্গলে আজ লেগেছে হাওয়া
ক্ষণিকের পৈশাচিক সুখ,
রিম ঝিম বৃষ্টিতে দেয় ধাওয়া।
::
ভরছে নদী ঘাট সাগর অতল
বৃষ্টি হয়েছে নাকি রে খুব?
মিশে একাকার দেহের জল।
::
এই তো হলো সবে কয়েক দিন
বৃষ্টি ফোঁটায় পৃথিবীর রূপ
তুমি আর আমি দুইয়ে মিলে তিন।
২৬ শে জুলাই, ২০১৬ রাত ২:২৪
নিচু তলাৱ উকিল বলেছেন: অবশ্যই আর ও পোস্ট হবে,ধন্যবাদ
২| ২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভেচ্ছা জানবেন।
২৬ শে জুলাই, ২০১৬ রাত ২:২৬
নিচু তলাৱ উকিল বলেছেন: ভালবাসা রইল ভাই
৩| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ২:২৩
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ ভাই শুভ্র & নুরুজ্জামান
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
েমাঃ নূরুজ্জামান বলেছেন: বেশ। আরো চাই।