নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

"ধুত্তুরি ছাই ভাল লাগেনা কিছু-১"

২৬ শে জুলাই, ২০১৬ রাত ২:৩৩

ধুত্তুরি-১
নিচু তলার উকিল
,
ধুত্তরি ছাই ভাল লাগেনা কিছু
দশ টাকাতে চাল খেয়েছি কভু
যায়নি কপাল বদলানো যে তবু।
থাকছি সেথা ডাক দিল কে আবার
ধুত্তুরি ছাই ভাল লাগেনা কিছু
::
দাম বেশী যে খাইছি গমের ছাতু
দুই বেলা গম ভাতে লুতু পুতু।
আদিখ্যেতা সময় হলো যাবার,
ধুত্তুরি ছাই ভাল লাগেনা কিছু।
::
দাম ছিলনা কোন কিছুর বাপু
আসলে পাড়ার বৌদি,দাদা,আপু।
চার আনাতে হয়ে যেত সাবার,
ধুত্তুরি ছাই ভাল লাগেনা কিছু।
::
ভাগ্য গুণে চাকুরী পেলাম কিছু
কোনটা ভাল কোনটা উঁচু নিচু।
পথ কি আছে একটু খানি বাঁচার,
ধুত্তুরি ছাই ভাল লাগেনা কিছু।
::
ভাবছি এবার কষ্ট ছাড়বে পিছু
দুমুঠো ভাত করব পেটটা উঁচু।
আর হল কই কিযে গরম টাকার?
ধুত্তুরি ছাই ভাল লাগেনা কিছু।
::
না চাইতেই ভরছে লালের সালু
না খেয়েও আজ পেট হয়েছে ঢালু।
জায়গা তো নাই একটু ভাল থাকার,
ধুত্তুরি ছাই ভাল লাগেনা কিছু।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৬ ভোর ৫:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ::
বললে যা যা সত্যি হেথা সবি
সাহস আছে,সত্যি তুমি কবি।
তোমা যেথা নেইকো সাহস আমার,
ধুত্তুরি ছাই ভাল লাগেনা কিছু। /:) B:-/

২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৮:২২

নিচু তলাৱ উকিল বলেছেন: আসুন মোরা করি এমন কিছু
দেশের মান বিশ্বে তে হোক উঁচু
আমরা কবি দাম রাখি আজ কথার
আর না বলি ভাল লাগেনা কিছু।
,
,
,
ভালবাসা নিরন্তর ভাই

২| ২৬ শে জুলাই, ২০১৬ ভোর ৫:৫৯

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর বলেছেন। শুভেচ্ছা জানবেন। ভাল থাকুন সবসময়।

২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৮:২৪

নিচু তলাৱ উকিল বলেছেন: সেই দোয়াটাই কাম্য থাকে ভাই।।শুভকামনা নিরন্তর

৩| ২৬ শে জুলাই, ২০১৬ ভোর ৬:০৮

অনন্যা ইসলাম বলেছেন: মজা পেলাম

২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৮:২৪

নিচু তলাৱ উকিল বলেছেন: কৃতজ্ঞতা অনেক অনেক

৪| ২৬ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৫১

নাবিক সিনবাদ বলেছেন: :#)

২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৮:২৫

নিচু তলাৱ উকিল বলেছেন: ♥♥

৫| ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৩৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সমস্যাটা এইখানেতে
বলেই মোরা খালাশ;
কোন কথাতে লাগবে ভালো
এসো করি তালাশ।

২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:১২

নিচু তলাৱ উকিল বলেছেন: তা বলছেন ঠিক-ই
বন্ধ যে চারদিক-ই
তারপর ও তো এগিয়ে যেতে হবে ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.