নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসীম পুণ্যে
নিচু তলার উকিল
গড়িয়া গড়িয়া কাঁদিনু যে কত?
পড়িয়া রহিনু শূন্যে
চাহিয়া দেখিনু দূর বহুদূর
গলিয়া মিশিনু পুণ্যে।
দেখিয়া দেখিয়া চাহিনু যে শত
হাসিয়া উঠিনু তবু
কাঁদিয়া দেখিনু করুণা করিয়া
স্মরিয়া গিলিনু কভু?
ভরিয়া ভরিয়া রাখিনুও যত
বাঁধিয়া দিছিনু সব
মিলিয়া দেখিনু ছাড়িয়া গিয়াছে;
ও মাবুদ ইয়া রব।
বসিয়া বসিয়া থাকিনু সেথায়
হুলিয়া করিনু জারী
জাগিয়া উঠিনু গো স্ব-মহিমায়
ছিঁড়িয়া ফেলিনু দাঁড়ি।
সাধিয়া সাধিয়া মেলিনু নয়ন
যাচিয়া ডাকিনু দুখ
ভাসিয়া চলিনু অকূলপাথার
মরিয়া খুঁজিনু সুখ।
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৭
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৮
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৭
তীব্রতা বলেছেন: শব্দের গাম্ভীর্য এবং ছন্দের মাধুর্য।
ভালোই!