নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিগন্ত রেখায় ছুঁয়েছে আমার অতীত কলমের শেষ কালিতে লেখা হয় নির্লিপ্ত আনকোরা বড্ড উদাসীন এক ভবিষ্যৎ।
প্রকৃতির নিয়মে ষড়ঋতু,
বসন্ত আসে তবু এসেছে আজ অবেলায়।
উল্টো চলে কালের মহোৎসব তবু শিমুলের গাছে নেই লাল ফুল কোকিলের কন্ঠে নেই কুহু সুর নদীতে তবু ডুবেনা বক।পানিকৌড়ির বুকে শামুকের বিষ ঘোলা জলে পোয়াতি মাছের রক্ত ক্ষরণ।
প্রসব বেদনায় কি যে নিষ্ঠুর জলের ঢেউ?
জরায়ু ছিঁড়ে কালি হীন দাগে অংকিত হয় কষ্ট শহরে আজ নষ্ট বিবেক।
জঙধরা লাঙলের ফলায় চাষ হয় বুকের জমিন,
ফুল ছাড়া ফল
ঔ শূন্য প্রান্তরে জেগে উঠেছে নীল পলাশ। শূন্য কলসের একফোঁটা জল ফাঁসির কাষ্ঠে বিবেকবান কুকুরের চিৎকার তবু উল্লাসধ্বনিতে অসহ্য মেঘের ডাক।
দূর্বার ডগায় ঘোলা জল,
ধুতরার ফুলে সানাইয়ের সুর-
পুরানো সে তিনতলা ঘরে পিঁপড়ের বাস।এককালীন সঙ্গমে এসেছে ব্যঙের জ্বর,সর্দি কাশিতে বাড়ছে আয়ু ঢোল তবলায় উন্মাতাল গান গায় মশকের দল।
তিনশত ষাট ডিগ্রি কোণে এঁকেছি শহর,তিন সমকোণে গাঁয়ের রূপ।
এক সমকোণে হঠাৎ দাঁড়িয়ে গেছে কাঁটা কম্পাস। সাদা পৃষ্ঠার ভাঁজে চলে মানব বন্ধন,প্ল্যাকার্ডে প্ল্যাকার্ডে অস্তিত্বের আন্দোলন-
দুই সন্নিহিতকোণে চাই তাদের আবাস।
জ্যামিতিক এ পৃথিবীতে অবিনশ্বর বুঝি শুধুই অদেখা পৃথিবীর ভবিষ্যৎ।
১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪১
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪০
ধ্রুবক আলো বলেছেন: কাব্যে ভালো লাগা +++