নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খাই
নিচু তলার উকিল
'
ঘুষ খাই জুস খাই
ফাও পেলে তুষ খাই
চাল খাই ডাল খাই
সরকারী মাল খাই।
বিড়ি খাই টিরি খাই
ফ্রি পেলে মুড়ি খাই
কম খাই বেশী খাই
ছাইপাঁশ সব খাই।
বাড়ী খাই নাড়ী খাই
গরীবের এঁটো খাই
পান খাই মান খাই
লজ্জার মাথা খাই।
ঘাস খাই বাঁশ খাই
মালিকের গালি খাই
ভাল খাই পচা খাই
টাটকা ও বাসি খাই।
এটা খাই সেটা খাই
গরীবের হক খাই
ছেড়ে খাই মেরে খাই
সুযোগেও কেড়ে খাই।
ধীরে খাই জোরে খাই
চুরি করে ধরা খাই
খুদ খাই সুদ খাই
ভেজালও দুধ খাই।
আম খাই জাম খাই
ফরমালিন ঘি খাই
কাঁচা খাই পাকা খাই
জেনে শুনে বিষ খাই।
মার খাই ধার খাই
মিঠা তেতো সব খাই
খেটে খাই চেটে খাই
শুয়ে বসে খালি খাই।
দিনে খাই রাতে খাই
আইন ও গিলে খাই
এতো খাই সেতো খাই
ভরা পেট তবু খাই।
১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৪
নিচু তলাৱ উকিল বলেছেন: ঠিক তাই ভাই।ধন্যবাদ জানবেন
২| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৬
উন্মুক্ত অাঙ্গিনা বলেছেন: সুন্দর কথা/লেখা
১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৪
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ জানবেন
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৩
নতুন নকিব বলেছেন:
খারাপ লিখেছেন কে বলেছে?
১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৬
নিচু তলাৱ উকিল বলেছেন: হা হা সেটাও ঠিক।ধন্যবাদ জানবেন না সেটা কে বলল?ধন্যবাদ
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩১
ফ্রিটক বলেছেন: প্রিয়তমের ঝাড়ি খাই, বাদ পরে গিয়াছে। ভাল লাগল
১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৮
নিচু তলাৱ উকিল বলেছেন: জ্বী ঠিক তাই নিউ ভার্সনে যোগ করব।ধন্যবাদ জানবেন
৫| ১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১১
ধ্রুবক আলো বলেছেন: লেখা সুন্দর, ছন্দ ভালো মিলিয়েছেন,
পেটে খেলে পিঠেও সইতে হয়! বেশি খেলে বদ হজম হয়, বোকা মানুষেরা যদি বুঝতো!!!
১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৬
নিচু তলাৱ উকিল বলেছেন: মন্তব্যে ধন্য হলাম দাদা।ধন্যবাদ জানবেন
৬| ১৪ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৯
নতুন নকিব বলেছেন:
এতো দেখছি ধন্যবাদ আদায় করে নেয়া। যাক, এতো করে যখন চাচ্ছেন, শুধুতো আর ধন্যবাদ দিয়ে আপনার শ্রমের অবমূল্যায়ন করা যায় না। তাই সাথে দিলাম চার লাইনের...
খাই খাই করে করে
আমাদের বারোটা,
এটা খাই ওটা খাই
ছাড়ি নাকো কারোটা।
ভাল থাকবেন। আমার ব্লগে দাওয়াত থাকল।
১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৭
নিচু তলাৱ উকিল বলেছেন: অবশ্যই কেন নয় দাদা?মন্তব্যে ধন্য হলাম।শুভকামনা নিরন্তর
৭| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১২
শামীম সরদার নিশু বলেছেন: অদ্ভুত মানুষ সব, সব কিছুই হজম করতে পারে
২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৫
নিচু তলাৱ উকিল বলেছেন: ঠিক তাই দাদা অসংখ্য ধন্যবাদ
৮| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৪
শামীম সরদার নিশু বলেছেন: শুভকামনা রইল
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:৪৭
অতৃপ্তচোখ বলেছেন: খাওয়া নিয়ে দারুণ কবিতা পড়লাম! খুব ভাল লাগলো।
আসলে খাইতে খাইতে সব খাই, কিছুই বাকি রাখি না, ধরা খাওয়ার ভয় নাই!