নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহর উপাখ্যান
নিচু তলার উকিল
'
ধুলোবালি লাগছে গায়ে
যায়না ভাল থাকা
এপাশ ঝাড়ি ওপাশ ঝাড়ি
রুমাল হাতে রাখা।
রংবাহারি শহরতলি
শুধুই ঝাকা নাকা।
গাঁয়ের মতো এ শহরটা
করছে নাতো খাঁখাঁ।
যেদিক দেখি সেদিক টাতে
উড়ছে বুঝি টাকা
মানুষ গুলো কেমন জানি
চলন আকাঁবাঁকা।
ধীর গতিতে চলছে গাড়ি
বসছি সিটে একা
যাচ্ছি আমি নিরুদ্দেশে
নাইতো কারো দেখা।
চতুর্দিকে এলোপাথাড়ি
ঘুরছে শত চাকা
তাই ভাবছি এ শহরটা
কেমনে হল ঢাকা?
হৈ হুল্লোড় হচ্ছে খুব
ডাকছে মামা কাকা
লাগছে বিবাদ ভাড়া নিয়ে
হিসাব বহু পাঁকা।
ভয় পেয়েছি নতুন বলে
কি হরদম জাঁকা?
হঠাৎ দেখি ডাকছে মায়ে
লাগছে সবি ফাঁকা।
১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ জানবেন
২| ১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫১
শামীম সরদার নিশু বলেছেন: সুন্দর লিখছেন
১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৩
একজন সত্যিকার হিমু বলেছেন: সবগুলিই সত্য কথা ।
এবার ভর্তি পরীক্ষা দিতে ঢাকা গিয়ে সব বুঝেছি ।