নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্য

১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৮


১.
পাগলী,
দ্যাখ চেয়ে দ্যাখ শূন্যে ভাসি
বসত ভিটা নাই
দেনা আমায় জায়গাজমি
মাথাগোঁজার ঠাঁই।
'
২.
পাগলী,
গান শোনাবি লক্ষ তারার
ভাল হয়ে যাক মন
একটা তারা দিসতো মোরে
কিংবা তপোবন।
'
৩.
পাগলী,
শুনবি কি তুই দেখবি কি আজ
মনের আহাজারি?
দেখনা চিঁড়ে বুকের ভিতর
কোথায় বসতবাড়ি?
'
৪.
পাগলী,
চাইনা কিছুই দিবি কি আজ
একটু ক্ষণিক সুখ?
তোকে ভেবেই ভোরের শেষে
কেঁদে ভাসাই বুক।
'
৫.
পাগলী,
চলনা ছুটে যাই পালিয়ে
দুচোখ যেথা যায়
এতই ভালো বাসিস যদি
ক্যান দিবিনা সায়?
'
৬.
পাগলী,
তুইযে আমার ময়না সোনা
তুইযে আমার পাখি
তোরে ছাড়া বৃথাই জীবন
ষোলোআনাই ফাঁকি।
'
৭.
পাগলী,
না পাই যদি তোর এ দেহ
কেউ পাবেনা ভাগ
হাসিস না তুই ভাবিসনা আজ
মিথ্যে অনুরাগ।
'
৮.
পাগলী,
আর কত বল ফিরিয়ে দিস
দিসনা এত দুখ?
আর পারিনা সইতে আমি
মিথ্যে ছলের সুখ।
'
৯.
পাগলী,
কথা দে তুই করবিনা রাগ
একটু ছুঁয়ে দিলে
কি আর এমন ক্ষয় হবে বল
একটু শুষে নিলে?
'
১০.
পাগলী,
আস্তে দিব নয়তো জোরে
সুঁইয়ের মাথা ঢুকে
পায়ের খোঁচার সেই ব্যথাটা
যেন আমার বুকে।
'
১১.
পাগলী,
হচ্ছে কি তোর কষ্টরে খুব
দুই মিলিয়ে তিন
হিসেব খাতায় পাওনা আছি
শুধবি কবে ঋণ?
'
১২.
পাগলী,
যাইনি ভুলে দিনগুলি সব
কষ্ট পেতাম খুব
আমায় ছেড়ে অন্য বুকে
দিতিস যখন ডুব।
'
১৩.
পাগলী,
শিখছি এসব তোর কাছেরে
নষ্টামি সব খেলা
নাই ভুলি নাই সেসব দিনের
বুক ভাঙ্গা সব হেলা।
'
১৪.
পাগলী,
কাঁদিস না আর উঠে দাঁড়াও
কেমন লাগে বল?
বুক ভাঙ্গার-ই গল্প গুলো
ঝরায় চোখের জল।
'
১৫.
পাগলী,
আর পারিনা সইতে আমি
নইরে বিবেকহারা
চল ঘরে চল নিলাম মেনে
তুইযে চোখের তারা।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩২

মোস্তফা সোহেল বলেছেন: দারুন হয়েছে অন্তমিল ও খুব ভাল।

১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ জানবেন দাদা

২| ১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৯

শামীম সরদার নিশু বলেছেন: সুন্দর লিখছেন, আমি ব্লগে নতুন, পাশে থাকবেন।

১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

নিচু তলাৱ উকিল বলেছেন: অবশ্যই কেন নয় দাদা?লিখতে থাকুন পাশে আছি সর্বদাই

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৫

নতুন নকিব বলেছেন:



প্রিয় উকিল,

পয়েন্ট নং ৭. লাইন নং ২ এবং ৩
পয়েন্ট নং ১০. লাইন নং ২ এবং ৩

উল্লেখিত লাইনগুলো যদি এডিট করা যেত কবিতাটির ওয়েট, গ্রহনযোগ্যতা এবং সর্বোপরি কবিতাটি অশ্লীলতার দায় থেকে মুক্তি পেতে পারত।

ভাল থাকবেন।

১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২২

নিচু তলাৱ উকিল বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ দাদা

দাদাভাই পয়েন্ট সাতে একজন সাইকো প্রেমিক কে দেখাতে চেয়েছি যারা একটু বেশীই পাগলাটে হয়ে থাকে এবং এর বাস্তবায়ন হয় হচ্ছে যার বড় উদাহরণ হতে পারে বদরুল সাহেব।


আর পয়েন্ট দশে যদিও এটাকে খালি চোখে অশ্লীলতা মনে হচ্ছে কিন্তু গভীরতায় আমি দেখাতে চেয়েছিলাম স্মৃতি হাতড়িয়ে পাওয়া কোন একদিনের পায়ে কাঁটা বিঁধে যাওয়ার ঘটনাকে সেদিন সুঁচ ঢুকানোয় যে ব্যথাটা পাগলী পেয়েছিল ঠিক সে ব্যথাটাই আজ পাগলটা পাচ্ছে।

আশাকরি আমার ভাবনার গভীরতা টা বুঝতে পেরেছেন।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১০

খায়রুল আহসান বলেছেন: মোট ১৫টি অণুকাব্য- সবগুলোই ভাল লেগেছে।

১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ জানবেন দাদাভাই

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৮

অতৃপ্তচোখ বলেছেন: খুব সুন্দর কাব্য।
ভালো লাগলো। থাকুক তারা হয়ে

১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ জানবেন দাদাভাই

৬| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দুয়েকটা অন্তমিল দুর্বল , তবুও পাগলি কাব্য বেশ লাগলো !!!

১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

নিচু তলাৱ উকিল বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

আমার দৃষ্টিতে অন্ত্যমিল দুর্বল আছে বলে মনে হচ্ছে না।।


কখ কখ অন্ত্যমিলে দুই একটা খক কোন দুর্বলতা সৃষ্টি করতে পারেনা।


তবুও যেহেতু বলেছেন চেষ্টা থাকবে এ দিকটা দেখবার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.