নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঁধার কাটে ঠোঁট
নিচু তলার উকিল
'
কালোর মাঝে ধলা খুঁজি
ধলার মাঝে সুখ
অন্ধকারে হাতড়ে চলি
পাইনা খুঁজে মুখ।
অধর ছুঁয়ে নামছে আলো
আঁধার কাটে ঠোঁট
চাঁদের গাঁয়েও কালো ছাপ
পায়না এতো চোট।
সৃষ্টি সুখের এ উল্লাসে
কাঁপছে ঘন বন
ধলায় ধলা পিরিত হল
ধূসর কালো মন।
আঁধার কালো আকাশ পাড়ে
কালো মেঘের রূপ
মাটির ভিতর জলধারা
ফাটছে তবু চুপ।
ডুবছি মোরা সাগর বুকে
অথৈ জলের ঢেউ
কালের খেয়ায় ধলা রূপ
চিনছে নাতো কেউ।
ছুটছি চলে দিক হারিয়ে
ফুরিয়ে এলো বেলা
কালোর মাঝে বসত ভিটা
সাজিয়ে দিল ভেলা।
২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৩
নিচু তলাৱ উকিল বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা
২| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৩
শামীম সরদার নিশু বলেছেন: এক কথায় অসাধারন।
২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৩
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ দাদা
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৩৯
খায়রুল আহসান বলেছেন: ডুবছি মোরা সাগর বুকে
অথৈ জলের ঢেউ
কালের খেয়ায় ধলা রূপ
চিনছে নাতো কেউ।
ছুটছি চলে দিক হারিয়ে
ফুরিয়ে এলো বেলা
কালোর মাঝে বসত ভিটা
সাজিয়ে দিল ভেলা। - কালা আর ধলার এ ভাবনাটা ভাল লাগলো।