নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চুমুর মহোৎসব
নিচু তলার উকিল
'
লাল ঠোঁটেতে ঠোঁট চাপিয়ে
হচ্ছে ভারী নেশার টান
অস্থিরতায় ও যাচ্ছে ডুবে
বাহুডোরে শেষের গান।
ধুকপুকানি ঝড় উঠেছে
চলছে চুমুর মহোৎসব
কাম জেগেছে অসাড় কায়ায়
কাঁপছে দেহের হর ও লব।
কানের লতি ঘাড় মাড়িয়ে
পড়ছে লালার আস্তরণ
লজ্জা লালে লাল হয়েছে
উত্তেজনার ব্যাকরণ।
দংশনে সব নিচ্ছে ছিঁড়ে
হচ্ছে কিসব আয়োজন?
আবিস্কারের কঠিন নেশায়
ডুবছে কত প্রিয়জন?
বুকের মাঝে মুখ লেগেছে
টনটনা টন সাগর পাড়
আমাজনের বন পেরিয়ে
ঢুকল গুহায় নেইকো ছাড়।
চাষ করেছে খালি জমিন
ফসল হবে ক'দিন পর
লিজ দিয়েছি বিবেক ও সবি
বৈধ নাকি নষ্ট ঘর।
ফসল কেন নেয়না ঘরে
আবর্জনায় ফেলছে সব
মাফ করে দিক বিশ্বপতি
ইয়া মাবুদ ইয়া রব।
©somewhere in net ltd.