নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

চুমুর মহোৎসব

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১০

চুমুর মহোৎসব
নিচু তলার উকিল
'
লাল ঠোঁটেতে ঠোঁট চাপিয়ে
হচ্ছে ভারী নেশার টান
অস্থিরতায় ও যাচ্ছে ডুবে
বাহুডোরে শেষের গান।
ধুকপুকানি ঝড় উঠেছে
চলছে চুমুর মহোৎসব
কাম জেগেছে অসাড় কায়ায়
কাঁপছে দেহের হর ও লব।
কানের লতি ঘাড় মাড়িয়ে
পড়ছে লালার আস্তরণ
লজ্জা লালে লাল হয়েছে
উত্তেজনার ব্যাকরণ।
দংশনে সব নিচ্ছে ছিঁড়ে
হচ্ছে কিসব আয়োজন?
আবিস্কারের কঠিন নেশায়
ডুবছে কত প্রিয়জন?
বুকের মাঝে মুখ লেগেছে
টনটনা টন সাগর পাড়
আমাজনের বন পেরিয়ে
ঢুকল গুহায় নেইকো ছাড়।
চাষ করেছে খালি জমিন
ফসল হবে ক'দিন পর
লিজ দিয়েছি বিবেক ও সবি
বৈধ নাকি নষ্ট ঘর।
ফসল কেন নেয়না ঘরে
আবর্জনায় ফেলছে সব
মাফ করে দিক বিশ্বপতি
ইয়া মাবুদ ইয়া রব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.