নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাতক
নিচু তলার উকিল
'
আমার শহরে বৃষ্টি নামেনা,ধুয়ে মুছে যায়না ব্যথার ধূলো
চৈত্রের কড়া সূর্যের তাপে কষ্ট শুকিয়ে গেছে,
একফোঁটা জলের কাঙাল চাতকের মত বেঁচে-
আছি এই আমি দেউলিয়া সঙ্গী সেদিনের সুখ স্মৃতি গুলো।
হৃদয় ফেটে চৌচির খাঁ খাঁ করে বুকের উত্তপ্ত জমিন,
একটু পরশ পাবার আশায় আকাশের দিকে-
মেঘে মেঘে ঘর্ষণ গুমোট আকাশ তবু স্বপ্ন ফিকে;
আসেনা ঝর পড়েনা বৃষ্টি হয়না শীতল,এটাই কি সমীচীন?
১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১২
নিচু তলাৱ উকিল বলেছেন: Thanks
©somewhere in net ltd.
১| ১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০২
ধ্রুবক আলো বলেছেন: কবিতা সুন্দর লিখেছেন +
শুভ হোক নববর্ষ