নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভানুমতীর খেল
নিচু তলার উকিল
খেলুক খেলা অবহেলা
ভানুমতির খেল
চৌদ্দ সিঁড়ি বাবুগিরি
হইয়া গেল ফেল।
পড়লে ধরা ছানাবড়া
শত বছর জেল
চলছে একি দেখাদেখি
অলস গতির মেল।
কাণ্ড বাপু পাড়ার আপু
রাগ করেছে খুব
যেই দেখেছি কেস খেয়েছি
লজ্জাতে দেই ডুব।
কোলাকুলি ঢুলাঢুলি
দেখেও থাকি চুপ
হারামজাদা কৃষ্ণ রাঁধা
পড়ছে চুয়ে স্যুপ।
বিচার খানা জলদি টানা
জমলে পাড়ার লোক
যাও চলে যাও জোয়ান ছাও
নিম্ন জাতের পোক।
আজব খেলা রঙের মেলা
কিসের এত শোক?
ভাবছি বসে নইতো বশে
গিলছি তবু ঢোক।
বলল হেসে যাসনা ফেঁসে
কি দেখেছিস বল?
না বলিলে মুখ খুলিলে
ডাকবো যে দলবল।
কিসের দুখে আসলো মুখে
নিরব কোলাহল
ভয়ের চোটে আসলো ঠোঁটে
নিন্মচাপের ছল।
গল্প শুনে হাদার গুণে
ধরছে পেটে খিল
সেদিন নাকি ফাঁকাফাঁকি
মারছে ছুঁড়ে ঢিল।
মুরগী করে মুরগী ধরে
নীল আকাশের চিল
এতই ভীতু শর্মা নিতু
হচ্ছে ভীষণ ফিল।
১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৯
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ ভাই,,,এটি স্বরবৃত্তে ত্রিপদী ছন্দে রচিত যা ৪|৪|৪|১ মাত্রায় সাজানো
২| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৬
অতঃপর হৃদয় বলেছেন: মিল ছিল লাইন বাই লাইন।
১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২০
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ ভাই,,,এটি স্বরবৃত্তে ত্রিপদী ছন্দে রচিত যা ৪|৪|৪|১ মাত্রায় সাজানো
৩| ১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর লিখেছেন +
১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৭
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০০
শামছুল ইসলাম বলেছেন: হাস্যরসটা বেশ ফিল করলাম ।
সুন্দর ছন্দ ।