নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

শুদ্ধ বানান কৌশল-১

২২ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

শুদ্ধ বানান কৌশল-১


আমরা অনেকেই বানান ভুল করি বিশেষ করে যারা সাহিত্য চর্চা করেন তাদের বানান ভুল হওয়াটা খুবই দৃষ্টিকটু দেখায়।কিছু কৌশল ও কিছুটা সচেতন হলে বানান ভুলের পরিমাণ নিঃসন্দেহে কমিয়ে আনা যায়।আজ বানান শুদ্ধ করার কিছু নিয়ম আলোচনা করব।
::
'
১. ‘কে’ এবং ‘-কে’ এর ব্যবহার: প্রশ্নবোধক অর্থে ‘কে’ (ইংরেজিতে Who অর্থে ব্যবহৃত হয়)যেমন—সালাম কে ?এখানে প্রশ্ন করা বুঝিয়েছে কিন্তু যদি প্রশ্ন করা বোঝায় না অর্থে প্রয়োগ ঘটাতে চাই তাহলে ‘-কে’শব্দটিকে এক সাথে ব্যবহার করতে হবে। যেমন— সালামকে আসতে বলো।রহিমকে যেতে বল।কিন্তু যদি আমরা এভাবে লিখতাম"রহিম কে যেতে বল"তাহলে এটি ভুল হত কারণ এখানে রহিম শব্দের পরে কে শব্দটি যুক্ত হয়েছে যা এক সাথে উচ্চারণ হবার কথা ছিল।
কোথায় কে একসাথে বসবে কোথায় বসবেনা এ নিয়ে নেক্সট সময়ে একটা বিস্তর পোস্ট পাবেন।
'
২. দূরত্ব বোঝায় না এরূপ শব্দে উ-কার ব্যবহার করে শব্দ গঠন করতে হয়।'উ' কার যোগে ‘দুর’ (‘দুর’ মূলত একটি উপসর্গ) বা ‘দু+রেফ’ হবে। যেমন— দুরাত্মা, দুরারোহ, দুরারোগ্য, দুর্মূল্য, দুরবস্থা, দুঃসাধ্য, দুরন্ত, দুরাকাঙ্ক্ষা,দুকথা, দুরারোগ্য, দুরূহ, দুর্গা, দুর্গতি, দুর্গ, দুর্গেশনন্দিনী, দুর্দান্ত, দুর্নীতি, দুর্যোগ, দুর্ঘটনা, দুর্নাম, দুজায়গা, দুর্ভোগ, দুর্দিন, দুর্বল, দুর্জয় ইত্যাদি।
::
৩. দূরত্ব বোঝায় এমন শব্দে ঊ-কার ব্যবহার করে শব্দ গঠন করতে হয়। যেমন—দূর, দূরবর্তী, দূর-দূরান্ত, দূরীকরণ, অদূর, দূরত্ব, দূরবীক্ষণ ইত্যাদি।দূরত্ব বোঝানো ছাড়াও এর আরো প্রয়োগগত ভিন্নতা আছে নেক্সট সময় বিস্তর পোস্ট আসবে।
::
৪.'ন'ও 'ণ' এর ব্যবহার:
প্রায় সময় দেখা যায় এই 'ন' ও 'ণ' এর ব্যবহারে অনেকেই ভুল করে থাকেন।
কোন শব্দ লিখতে গিয়ে সব সময় মনে রাখবেন 'র' এর পরে 'ণ' ব্যবহৃত হবে।আর 'ড়'এর পরে 'ন' ব্যবহার হবে।যেমন- কারণ,বারণ,ধারণ,ছাড়ন, নাড়ান, বাড়ান ইত্যাদি। 'ন' ও 'ণ' এর আরো বিশদ আলোচনা ও প্রয়োগ আছে। যেমন-" ে " কার "া" কার "ো" কার,"ু" কার,"ূ" কার যোগে গঠিত শব্দের "র" ও "ড়" এর পরে ন ও ণ এর ব্যবহার কিরূপ হবে? তা নেক্সট সময়ে পোস্ট আসবে
::
৫. ‘স্ট’ এবং ‘ষ্ট’ ব্যবহার: বিদেশি শব্দে ‘স্ট’ ব্যবহার হবে। বিশেষ করে ইংরেজি st যোগে শব্দগুলোতে ‘স্ট’ ব্যবহার হবে। যেমন— বাস্টার্ড, কাস্টার্ড,পোস্ট, স্টার, স্টাফ, স্টেশন, বাসস্ট্যান্ড, স্ট্যাটাস, মাস্টার, ডাস্টার, পোস্টার, স্টুডিও, ফাস্ট, লাস্ট, বেস্ট ইত্যাদি। ষত্ব-বিধান অনুযায়ী বাংলা বানানে ট-বর্গীয় বর্ণে ‘ষ্ট’ ব্যবহার হবে। যেমন— বৃষ্টি, কৃষ্টি, সৃষ্টি, দৃষ্টি, মিষ্টি, নষ্ট, কষ্ট, তুষ্ট, সন্তুষ্ট ইত্যাদি।
'
'
'
চলবে---<

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

মুহাঃ আমিরুল ইসলাম বলেছেন: সুন্দর পোষ্ট তবে অতি সংক্ষিপ্ত......................

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৫

নিচু তলাৱ উকিল বলেছেন: এর পরের পার্ট গুলোও পোস্ট হবে।ধন্যবাদ

২| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৯

কানিজ রিনা বলেছেন: বেশ উপাকারী পোষ্ট ধন্যনাদ।

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৬

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ

৩| ২২ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৪

হাসান মাহবুব বলেছেন: চালিয়ে যান।

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৬

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ

৪| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১:০৮

রিফাত হোসেন বলেছেন: সবাই মনে হয় পোস্ট কে পোষ্ট্ই বলতে পছন্দ করে। :) আমিও।
যদি এর বাংলা হয় ''প্রবন্ধ ছাপানো''। কেমন হবে?
যেমন:
মুহাঃ আমিরুল ইসলাম বলেছেন: সুন্দর প্রবন্ধ তবে অতি সংক্ষিপ্ত......................
লেখক বলেছেন: এর পরের পর্ব গুলোও ছাপানো হবে।ধন্যবাদ
কানিজ রিনা বলেছেন: বেশ উপাকারী রচনা, ধন্যবাদ।

৫| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১৬

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর পোস্ট

৬| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫৫

কানিজ ফাতেমা বলেছেন: প্রিয়তে নিলাম । উপকারী পোস্ট ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.