নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধুত্তুরি -৫
নিচু তলার উকিল
'
অমুক দিব তমুক দিব,দিব থাকার ঘর
এক বাপের এক বেটা নয় কথা নড়চড়।
রক্ত মাংসে গড়া মানুষ নইতো শকুন চিল
ধুত্তুরি,কামে কাজে নেই তো কোন মিল।
ভরসা কর ভরসা রাখো দিব নতুন নোটও
খুব বেশি নয় চাইযে আমি একটিমাত্র ভোটও।
দিলাম কথা দরজা খোলা আর দিবনা খিল
ধুত্তুরি,কামে কাজে নেইতো কোন মিল।
'
(সংক্ষিপ্ত)
২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
নিচু তলাৱ উকিল বলেছেন: এটাই যে বাস্তবতা দাদা,,,ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভাইজান এখন দিন বদলে গেছে। সব যায়গায় ভোট লাগেনা। সিলেকশন হয় সিলেকশন।
পড়ে ভালো লাগলো।,,,,,,,,,,