নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদ্ভুত-১ || নিচু তলার উকিল
এইতো সেদিন উকিল যথারীতি সকালবেলা নিজেদের টঙ দোকানটা খুলে দুইটা আগরবাতির কাঠিতে আগুন লাগিয়ে সারা দোকান জুড়ে ধোঁয়া দিতে লাগল এমন সময় প্রতিবেশী জনৈক খদ্দের এসে হাজির।বেশ মনমরা হয়ে সামনে রাখা বেঞ্চে বসেই বললেন
-দাদা চা হবে কি?
-জ্বী আজ্ঞে?
-দিন তো একটা।
উকিল এক প্যাকেট পাঁচটাকা দামের সিলন চা এগিয়ে দিলেন।খদ্দের ভ্রু কুচকে-
-আরেহ্ দাদা এটা চাইনি এক কাপ গরম চা দিন এক্ষুণি খাবো।
-জ্বী আজ্ঞে,ও
ওই চা হতে দেরী হবে।
-আচ্ছা দাদা ঠিক আছে।
উদাস দৃষ্টিতে জনৈক খদ্দের কি জানি ভাবছেন,এমতাবস্থায় উকিল জিজ্ঞাসা করলেন-
-দাদার কি মন খারাপ একদম কেমন উদাসীন উদাসীন লাগছে।।
-জ্বী দাদা মনটা খুবই খারাপ।কাল প্রচণ্ড কেঁদেছি।
-জ্বী আজ্ঞে দাদা চোখটাও কেমন ফোলা ফোলা লাগছে আপনার।
-এই শোকে দাদা ভাত কাল পর্যন্ত খেতে পারিনি।
-জ্বী আজ্ঞে দাদা কিন্তু কি হয়েছে?
-গতকাল মোস্তফা মারা গেছে!
-বলেন কি?ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহিয়ে রাজিউন।
-জ্বী দাদা নিজের বাপই মোস্তফাকে খুন করছে।আহারে বড্ড ভাল লোক ছিল বেচারা।
-কি যে বলেন দাদা মোস্তফা আবার ভাল মানুষ হল কেমনে?
-ধুর মিয়া আপনি আমার বাল জানেন,মোস্তফার সম্পর্কে জেনে কথা বলতে আইসেন।
-কি আজব সেদিনই তো বউ পিটানোর জন্য মোস্তফার বিচার হইল মেম্বার চাচার বাড়ীতে।
-ধুর মিয়া সেই মোস্তফার কথা বলছি নাকি?
-তাহলে?
-টিভিতে যে দেখায় সুলতান সুলেমান সেই শাহজাদা মোস্তফার কথা বলছি।
-জ্বী আজ্ঞে দাদা হাতে ঘড়ি আছে।
-(রাগান্বিত স্বরে)না,মোবাইলে আছে।
-এখন কয়টা বাজে?
-সকাল ৭ টা ১০!
-দেশটা নষ্ট হয়ে গেলো।
-মানে?
-অপসংস্কৃতি।
-মানে?
-আবাল।
-অদ্ভুত।
(উকিলের প্রস্থান)
©somewhere in net ltd.