নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধুত্তুরি-২২ || নিচু তলার উকিল
ধর্মটা কি খাইছে গিলে কর্মটা কি আস্তিকের?
বাবা মায়ের শিক্ষা উঠাও ধর টুঁটি নাস্তিকের।
বলছি আমি যা শুনে যা কে ভাল কে মন্দরে?
ধুত্তুরি ধুর ব্যবসা থামাও তোদের গায়ে গন্ধরে।
নিজের পানে একটু ফিরে দ্যাখ চেয়ে দ্যাখ ভণ্ডরে
তোর মাঝেও বসত করে ভিন চেতনার দণ্ডরে।
ধর্ম গুলে দিসনা খাওয়ায় সেথায় ভীষণ "সন্দ"রে
ধুত্তুরি ধুর ব্যবসা থামাও নিজের বিবেক বন্দরে।
ধর্ম পথের বেহাল দশা ভরাট খানাখন্দরে
দিস ফতোয়া যখন তখন আমজনতা চন্দরে।
স্বল্প জ্ঞানের কারিশমাতে ঠিক থাকে কি ছন্দদের?
ধুত্তুরি ধুর সেটাই বলিস আমি এজেন্ট নাস্তিকের।
©somewhere in net ltd.