নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিযোগ : অপমৃত্যু || নিচু তলার উকিল
শেষ যেবার দেখা হয়েছিলো তখন লজ্জায় তুমি কেমন গুটিসুটি হয়ে বারান্দায় বসে ছিলে,মনে হয়েছিল তুমি নারী নও খাঁচায় পোষমানা নিরীহ কাকাতুয়া।সেদিন অপ্রত্যাশিত হার্টএট্যাকে আমার হৃদয়ের মৃত্যু হয়েছিল।
আমি সেই শৈত্যপ্রবাহের প্রত্যুষে একা একাই জানাজায় দাঁড়িয়েছিলাম।
পাড়ায় পাড়ায় রটিয়ে গিয়েছিল আমার নাকি অপমৃত্যু হয়েছে।তাই আমার জানাজায় কেউ আসলো না ইমামের নাকি জ্বর সে অজুহাতে ফায়দা তুলে পৃথিবী।
তারপর বহুকাল ধরে আমার মৃত্যু বার্ষিকীতে কাঙ্গালি ভোজ হয়।মাংস ভাতের মচ্ছবে একপাল কুকুরের খুশি ভরা চোখে দেখি কাড়াকাড়ির উৎসব।
থাক সেসব কথা তারপর অলিতে গলিতে পুরানা দেয়ালে আর পোস্টারে হাজার পৃষ্টার অভিযোগ নামা সাঁটিয়ে দিয়ে বলি"নায্য বিচার চাই প্রভু নায্য বিচার চাই"!
বাদী বিবাদী আর উকিলের যুক্তিতর্কে কেটে গেল বহু বছর। আমি অন্তঃসারশূন্য হয়ে পথে পথে ঘুরি।
সেবার ও অনাকাঙ্ক্ষিত হেরে গেলাম,আমাকে হারিয়ে দিয়েছে সেদিনের নিয়তি।
মানি না মানবো না বলে উচ্চ আদালতে ছুটে গেলাম,আবারো অপেক্ষা আর অপেক্ষা।
অপেক্ষার প্রহরে কলপের দাম বেড়ে হয়েছে দ্বিগুণ তবু সাদা চুল কালো করি ক্ষীণ আশায়।
অবশেষে রায়ের অনুলিপি হাতে পেলাম,তবু ভয়ে খুলে দেখিনা আজ বহুকাল-
দেখা হয় নাই কিছু, নাই যখন পেলাম না দেখাই থাক না পাওয়াই থাক আজন্মকাল।আবেগ আর অভিমানের কাছে হেরে কোনদিন হয়তো দেখতাম কিন্তু তার আগেই খেয়ে সাবাড় করেছে উইপোকার দল।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৩
নিচু তলাৱ উকিল বলেছেন: বানান ঠিক বলতে কী বুঝাতে চাইলেন না আমার বোধগম্য নয়।
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১
চানাচুর বলেছেন: চমৎকার
১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৪
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন: এক প্রকার ভাল লাগলো।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫
নিচু তলাৱ উকিল বলেছেন: তবু ভাল খারাপ লাগেনি। ধন্যবাদ অশেষ
৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮
রাজীব নুর বলেছেন: লেখাটি আরও ভালো করা যেত।
১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫
নিচু তলাৱ উকিল বলেছেন: জ্বী অবশ্যই কেন নয়?ধন্যবাদ জানবেন।
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫০
সকাল রয় বলেছেন: লেখাটি ভালো লাগলো। বানানগুলো ঠিক করে নিলে আরও ভালো লাগবে।