নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

মানুষ মানুষের জন্য,জয় হোক মানবতার : শীতবস্ত্র বিতরণ -২০১৭ || নিচু তলার উকিল

২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৫




মানুষ মানুষের জন্য,জয় হোক মানবতার ঃ শীতবস্ত্র বিতরণ -২০১৭ || নিচু তলার উকিল

মানুষ মানুষের জন্য,
মানুষের লক্ষ্য, ইচ্ছা ও সর্বোপরি একটি সুন্দর মননশীল দৃষ্টিভঙ্গিই পারে একটি সমাজককে সঠিক সুন্দর ও সুশৃঙ্খলভাবে কল্যাণ সাধন করতে। সমাজের দারিদ্র‍্য পীড়িত মানুষের পাশে তথা সর্বোপরি আপমর জনতার কল্যাণ সাধনের জন্য একটি মানুষের ইচ্ছেশক্তিই যথেষ্ট, হোক সেই মানুষটি বৃদ্ধ কিংবা জোয়ান।বয়স যেখানে কোন বাঁধা নয়,গরীব মানুষদের পাশে দাঁড়াতে বেশী বেতনভুক্ত চাকুরীজীবী হওয়ারও প্রয়োজন পড়েনা শুধু প্রয়োজন নিঃস্বার্থ একটি সুন্দর মন আর দরকার গরীব দের বিপদে আপদে ছুটে যাওয়ার একটি অদম্য ইচ্ছাশক্তি। অবহেলিত মানুষদের কল্যাণের নিমিত্তে বিগত বছরের ন্যায় এবারও গত ১৮/১২/২০১৭ ইং তারিখে শীতবস্ত্র বিতরণ সঠিকভাবে সু-সম্পন্ন করা হয়েছে। নিজ হাতে গরিবদেরকে কিছু দান করার মাঝে কত আনন্দ তা কখনও বলে বুঝানো সম্ভব নয়। শুধু ধনবান মানুষ কিংবা চাকুরীজীবী হলেই যে এইসব মানুষের পাশে দাঁড়ানো যায় তা কিন্তু নয় বেকাররাও পারে গরিবদের পাশে দাঁড়াতে,নিজের হাতে পর্যাপ্ত অর্থ থাকাটাও মূখ্য নয়,মূখ্য হল সেটাই যার মাধ্যমে মানুষগুলোর সাহায্য করা যায় সেজন্য চাই একটি সুন্দর মন,মূল্যবোধ বিবেক ও মনুষ্যত্ব আরও চাই জবাবদিহিতা সততা, নিষ্ঠা ও কর্তব্য।
যা দিয়ে যে কেউ অসাধ্যকে সাধন করতে পারে।নিজ গ্রামের মানুষ গুলোর জন্য নিরলস কাজ করে যাওয়া যায় তাদের আপন করে বুকে টেনে নেয়া যায়।
একজন মানুষের সব থেকে বেশি দরকার মূল্যবোধ, মনুষ্যত্ব ও সর্বোপরি তার ইচ্ছেশক্তি,তাহলেই বেকার তরুণরা ইচ্ছে করলেই আসন্ন শীতে গরিবদের হাতে একটি করে শীতের বস্ত্র হাতে তুলে দিতে পারে।  প্রতিটি তরুণ কিংবা তরুণ সমাজ নিজ নিজ উদ্যোগে নিজের গ্রামের অভাবী মানুষদের হাতে একটি শীতবস্ত্র কিংবা সাহায্যের জন্য এগিয়ে আসুক!তাহলেই এই সমাজ হবে সত্যিকারের একটি সুন্দর সাম্য সমাজ যেখানে থাকবেনা কোন বিভেদ কিংবা হিংসা।
সর্বোপরি এতটুকু বলা যায় আমরা গরিবদের একটু হলেও সুখী দেখতে চাই। আপনারাও এগিয়ে আসুন স্ব- উদ্যোগী হয়ে নিজ নিজ গ্রামে, নিজ নিজ পাড়ায়, যেখানেই হোক একটি করে শীত বস্ত্র বিতরণ করি। আমরা গরিবদের জন্য একটু চিন্তা করি।নিজ উদ্যোগে বন্ধু বান্ধব তথা আত্মীয় স্বজনদের কাছ থেকে অল্প পরিমাণ হলেও কিছুটা অর্থ সহায়তা নিয়ে মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করি এই হোক আমাদের কাম্য।

সব শেষে ধন্যবাদ জানাবো আমার ফেসবুক ও ব্লগার বন্ধুদের যারা আমায় আর্থিকভাবে সাহায্য করেছেন যাদের এই সাহায্য ছাড়া হয়তবা আমি সামনে এগিয়ে যাওয়ার সাহস পেতাম না।যারা আমায় আর্থিকভাবে সাহায্য করেছেন তারা হলেন-

1.Farzin Chy দাদা
2.Minhaj uddin দাদা ( ব্লগার ভাবুক কবি)
3.Ehsanul Haque দাদা
4.Ruhul Amin Rakib দাদা
5.Md Mushfiq Jail দাদা
6.Sohel hamjah দাদা
ও শফিকুল ইসলাম শফিক দাদা


এছাড়াও ধন্যবাদ জানাই,অরণ্য ইমতিয়াজ,লেলিন আহমেদ,ও রবিউস সানি দাদাকে যারা আমায় মানসিক ভাবে সাপোর্ট দিয়েছেন।

জয় হোক মানবতার।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৮

চাঁদগাজী বলেছেন:


ভালো কাজ

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৩

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ দাদা

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৭

নূর-ই-হাফসা বলেছেন: দারুন একটা কাজ করেছেন ।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৪

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:২৬

প্রামানিক বলেছেন: এ কাজের জন্য অসংখ্য ধন্যবাদ।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৫

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ আপনাকেও

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৩৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: জাজাকাল্লাহ

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৬

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ।মানবতার জয় হোক

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২০

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৬

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ আপনাকেও

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৯

জুন বলেছেন: নিচু তলার উকিল হলেও আপনি অনেক উচু তলার উকিলের কাজ করেছেন ।
শুভকামনা ।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৭

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ দাদা,,মানবতার জয় হোক

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৭

সাইন বোর্ড বলেছেন: ভাল উদ্যোগ ।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৮

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৫

ভাবুক কবি বলেছেন: সাদানীলের জগতে বড্ড মিস করতেছি দাদা, আপনি শীগ্রই ফিরে আসবেন এই কামনাই করি।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৭

নিচু তলাৱ উকিল বলেছেন: আমিও মিস করতেছি দাদা,,তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা চলছে।ধন্যবাদ জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.