নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

কবিতা: অপ্রেমিক || নিচু তলার উকিল

২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৩


অপ্রেমিক
নিচু তলার উকিল

না হতে পারলাম বেহায়া,নির্লজ্জ আর না হতে পারলাম প্রেমিক।
অন্ততপক্ষে প্রেমিক হওয়াটা তো উচিৎ ছিল আমার।
প্রেম-ই নাকি মানুষ কে দিন দিন বেহায়া আর নির্লজ্জ হতে শেখায়।
দিন শেষে আমিও না হয় একটু বেশরম হয়ে ঘরে ফিরতাম তাতে করে সমাজ তথা পরিবারের বিষমাখা কথার তীরে তো কিছু সুখ আর কিছু অভিজ্ঞতা সঞ্চয় করা যেত।
শ্যামদাস অবশ্য আজকাল প্রেমে দেউলিয়া হয়ে বলে বেড়াচ্ছে
"প্রেম করিস না এই ভবের বাজারে নইলে ও মন পাগল খেতাব পাবি
তারচে বরং আজ তুই রঙ্গরসে মাত
তাতেও যদি যায় চলে তোর জাত
নিজের দুঃখে নিজেই না হয় কাঁদিস;তবু তো কেউ রাখবেনা আর দাবি"
পাগল'কথাটি কিন্তু মন্দ নয় পাগল হওয়াও তো চাট্টিখানি কথা নয়।
আদৌ প্রেমে কি দাবি দাওয়া বলে অবশিষ্ট কিছু থাকে নাকি শ্যামদাস পাগলের ভাণ ধরেছে।
শুনেছি শরীর পেতে গেলে শর্ত লাগে তাই বলে মন পেতে গেলেও কি শর্ত লাগে?
হতেও পারে কেবল শর্ত ভাঙ্গলেই দাবি প্রযোজ্য হয় নচেৎ বেহায়া নির্লজ্জ কিংবা প্রতারকদের উৎপত্তি হতনা।
আজকাল খুব প্রতারক হতে ইচ্ছে করে প্রতারক আছে বলেই তো প্রেম এত সত্য সুন্দর পবিত্র বলে প্রেমিকদের মনে পূজনীয় হয়।
প্রচলিত আছে যে "স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে চলে যায়"প্রেমিক কূলে কথাটির এতটাই প্রচলন যে মাঝেমধ্যে রোমান্টিক প্রেমিকদের নাস্তিকদের কাতারেও দাঁড় করিয়ে দেয় কবিদেরও বটে।
প্রেমিকজুটির হৃদয় বলে কথা এদের মন উঁচুতেও উঠতে চায় আবার নিচুতেও নামতে চায়।
তবুও দিনশেষে আমিও প্রেমের পূজারী। তবে ঠিক প্রেমিক নই অপ্রেমিক যে প্রেম আমায় মানুষ হতে শেখায়।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৬

বিজন রয় বলেছেন: কোন কবি নিজেকে ছোট ভাবতে পারে না।
সে অবশ্যই অপ্রেমিক নয়।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪০

নিচু তলাৱ উকিল বলেছেন: মন্দ বলেননি

২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৯

কামরুননাহার কলি বলেছেন: অপ্রেমিক হতে যাবেন কেনো প্রেমিক হয়েই থাকেন না ভাইয়া।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪২

নিচু তলাৱ উকিল বলেছেন: চেষ্টার ত্রুটি করিনা,,,আবার প্রেমিক হতে গেলেও ভয়াবহতা সামনে এসে দাঁড়ায়

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৪

বন্ধুমল্ল বলেছেন: ভালোলাগা রেখে গেলাম।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৩

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: এত ক্ষোভ কেন?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৩

নিচু তলাৱ উকিল বলেছেন: ক্ষোভ নয় বিক্ষোভ

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন:
প্রেম কি সবার কপালে সয় !! :)



ভালো লিখেছেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৪

নিচু তলাৱ উকিল বলেছেন: তা ঠিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.