নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনাপুর
নিচু তলার উকিল
কুয়াশায় আচ্ছন্ন ঘেরা এক সকাল বেলায় নতুন কিছু আবিষ্কার করিবার ভূতটা মাথায় চাপিলো।কি আর করিবার আছে। অনিচ্ছাসত্ত্বে ও অল্প বস্ত্র পরিধান করিয়া,শীতে ঠকঠক করিয়া কাঁপিতে কাঁপিতে মানিক নগরের চিপা রাস্তা দিয়া একদা একদিন সোনাপুর গিয়া পৌঁছিলুম।গিয়া দেখিলুম চারিদিক অন্ধকার।মনে মনে ভাবিলুম এতটুকুন পথ আসিতে রাত্রিকাল হইল কি করিয়া?ভাবিলুম আমার মতিভ্রম হয়নি তো আবার।নিজের শরীরে নিজেই চিমটি কাটিয়া পরীক্ষা করিয়া দেখিলুম,না ঠিকই তো আছে। তবে একটা বিষয় অনুভব করিয়া ভীষণ আশ্চর্য হইলুম।কিছুক্ষণ আগেও যেখানে ঠাণ্ডায় ঠকঠক করিয়া কাঁপিতেছিলুম কিন্তু এখন কেমন জানি গরম অনুভাবিত হইয়া দর দর করিয়া রস বর্ষণ হইতেছিল।পাশেই একজনকে দেখিলুম ডাক দিয়া বলিলুম দাদা এইটা কি সোনাপুর?
-হুম এটা সোনাপুর।কেন?
-না ভাবছিলুম রাস্তা ভুল করিয়াছি কিনা?
-এখানে তো কেউ বাপু ভুল করিয়া আসেনা,স্বেচ্ছায় আসিয়া থাকে।
-তা জানি তবে আজকাল কি এখানে ঘন ঘন লোডশেডিং হইতেছে?
-(বড় বড় চোখ করে)আপনি কোথায় থাকেন বলুন তো মশাই?
-কেন?আমি তো শহরে থাকি।
-ও তাই বলুন,কেন আপনি জানেননা সোনাপুরে কখনোই ইলেক্ট্রিসিটি থাকেনা। এটাকে নিয়ে কোন মন্ত্রী, সরকার,বিত্তবান, নেতাদের কোনরূপ দরদ নেই?
-কেন তারা কি এখানে আসেন না?
-আসে মাসে দু একবার।
-ভালো তো আপনারা অনেক ভাগ্যবান।
-ভাগ্যবান না ছাই!
-কেন তাহলে কি ভোট চাইতে আসে?
-ভোট চাইতেও নহে,উন্নয়ন করতেও নহে!
-তাহলে?
-নিজের মন উন্নয়ন করিবার জন্য।
-সেটা আবার কি?
-এটাই বুঝলেন না মশাই,শুধু মস্তকে হস্ত বুলাইয়া সান্ত্বনা দিয়ে বলিবে হইবে হইবে।
-তাহলে অধিকার আদায়ে আন্দোলন করুন?
-করেছিতো সে জন্যই তো এখন কাজ হইতেছে।
-দেখুন কাজ না হইলে আমাকে বলিবেন আইনি লড়াইয়ের জন্য আমি আপনাদের বিনা পয়সায় সার্ভিস দিয়ে যাইবো।
-তো মশাই আপনার নামটা কি?
-কাকে বলিতেছেন আমাকে?
-হু
-আমি নিচু তলার উকিল।
-তাইতো বলি এ রাজ্যে আপনি ঢুকিলেন কি করিয়া?
-কেন আমার কি ঢোকা বারণ?
-না তাহা নহে,আপনার ও তো,অধিকার আছে একফোঁটা জলবর্ষণ করিবার.........
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৭
তারেক ফাহিম বলেছেন: উকিল সাব
মামলায় লড়তে পারবেন??
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৩
রাজীব নুর বলেছেন: পড়লাম। জানিয়ে গেলাম।
দোয়া করি উচু তলার উকিল হোন।
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০২
আহমেদ জী এস বলেছেন: নিচু তলাৱ উকিল ,
নিচু তলাৱ উকিল বলিয়াই বিনা পয়সার সার্ভিস দিয়া যাইবেন বলিয়াছেন । উঁচু তলাৱ উকিল হইলে আপনিও মস্তকে হস্ত বুলাইয়া কহিতেন - রসো, হইবে ... হইবে ...........
আসলে জগতের নিয়মটাই এমন !
ছোট্টর ভিতরে ভালো হয়েছে ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
বড়ই ভিন্নরকম অভিজ্ঞতা পাইয়াছিলেন জনাব উকিল সাব