নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

ধুত্তুরি-৫৮ || নিচু তলার উকিল

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১২

ধুত্তুরি-৫৮
নিচু তলার উকিল

তেল দেয়া যায় কোথায় কোথায় গল্প এবার তেলের
প্রয়োগ করুন জায়গা মতন ফল পাবেন এই খেলের।
জং ছুটাতে লোহার বুকে তেল ঢেলে দিন খানিক
পেলেও কিন্তু পেতেও পারেন হিরা মুক্তা মানিক।

তেলা মাথায় তেল দেয়া যায় তেল দেয়া যায় টাকে
না থাকিলেও চুলের বাহার তেল দেয়া যায় নাকে।
খসখসে ভাব দূর করিতেও তেল দেওয়া যায় গায়ে
চুলকানিতে তেলের প্রয়োগ পচন ধরা ঘায়ে।

খারাপ টাকে বলতে ভালো হয় আজো তেল মারা
কথায় কথায় তেল মারিলে কাটবে সকল ফাড়া।
ছাপতে লেখা ঘনঘন তেলের কদর করুন
দুনিয়াটাই চলছে দাদা এই তেলেরই দরুন।

অকাম করেও পাবেন ছাড়া যতই ডাকুক সালিশ
গোপন জিনিশ করতে মোটা করুন তেলের মালিশ।
খুব সহজে না ঢুকিলে তেল মেখে নিন কিছু
ভুলেও দাদা এমন তেলের ছাড়েন না যে পিছু।

মাছের তেলে মাছ ভাঁজুন আর পাঁঠার তেলে পাঁঠা
হালকা তেলে ঠোঁট ঘষে নিন লাগলে কাঁঠাল আঠা।
ধুত্তুরি ধুর করতে প্রেমও তেলের প্রয়োগ ঘটান
খুব বেশি না হালকা তেলেই ভাবওয়ালী পটান।

শান্ডারও তেল মান্ডারও তেল জোঁকেরও তেল আছে
একেক তেলের একেক পাওয়ার হয় উপকার পাছে।
উপরতলায় উঠতে হলেও নামতে হলেও নিচে
হয়রে বাপু তেলের খেলা নয় কথা মোর মিছে।

তেল মেরেই আজ সব হওয়া যায় ওসি থেকে ডিসি
জিরো থেকে হিরো কিংবা ল্যাঞ্জা থেকে পিসি।
তেলেই জীবন তেলেই মরণ তেলেই সফলতা
আজ থেকে তাই তেলের প্রয়োগ করুন যথাতথা

সংক্ষিপ্ত

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.