নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধুত্তুরি-৫৯
নিচু তলার উকিল
'
এই যে বাপু কাল,
ধরপাকড় যাই হোক
দেখবো চেয়ে চেয়ে-
কিছু উটকো লোক
ছিঁড়বে মাথার বাল,
এই যে বাপু কাল।
::
এই যে বাপু কাল,
হইলে সাজা হোক
নিজের খেয়েদেয়ে-
রাখছো সেথায় চোখ
হচ্ছো বেসামাল,
এই যে বাপু কাল।
::
এই যে বাপু কাল,
খুশি কিংবা শোক
হইবে কেহ কেহ-
সামলাবে সেই ঝোঁক
মিঠা নাকি ঝাল,
এই যে বাপু কাল।
::
এই যে বাপু কাল,
চিল্লাবে কোক কোক
বুঝবে ঠ্যালা দেহ-
মারলে কিছু পোক
গুণ্ডা,পোষা পাল
এই যে বাপু কাল।
::
এই যে বাপু কাল,
করবি যে টোক টোক
ভয় পেয়ে তুই শালা-
গিলিস খানিক ঢোক
হুদাই পারিস ফাল
এই যে বাপু কাল।
::
এই যে বাপু কাল,
ধরলে ধরুক তোক
পড়বি চুড়ি,মালা-
কি হবে হয় হোক
মিটাস মনের ঝাল,
এই যে বাপু কাল।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৯
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ দাদা
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রথম প্যারার পঞ্চল লাইনের শেষ কথাটা না রাখলে হয় না
সুন্দর হয়েছে
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৭
নিচু তলাৱ উকিল বলেছেন: হিন্দি শব্দ বাল, চুল অর্থে আপা
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৯
রাজীব নুর বলেছেন: সুন্দর।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০০
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ দাদা
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৩
রুরু বলেছেন: এই যে বাপু কাল....
দেখতে পাবো ব্লগ পাড়াতেই
অনেকের মনের ঝাল।।।
খুব ভালো হয়েছে।