নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

এই ফাগুনে || নিচু তলার উকিল

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৫

এই ফাগুনে
নিচু তলার উকিল

এই ফাগুনে চেয়েছিলাম আমার মনের মন্দিরে,
বন্দিরে-
তোর প্রেমে নেই আগের মত কাছে আসার ফন্দিরে।

ছলাৎছলাৎ নদীর জলে আসছে ছুটে ছন্দরে,
বন্দরে-
নূপুর পায়ে রিনিকঝিনিক নাইতো কোন দ্বন্দ্ব রে।

শান্ত দিঘীর জলে তোকে ভেবেছিলাম পদ্যরে,
সদ্যরে-
মনের খাতায় নিত্য লিখি তোকে নিয়ে গদ্যরে!

কাজল কালো চোখের তারায় আমি আছি কদ্দুরে?
খুব দূরে-
এই ফাগুনে সকাল বেলার মিষ্টি হাসির রোদ্দুরে।

তুই যে আমার ফাগুন হয়েও আগুন দিলি অন্তরে,
মন তো রে-
নয়তো কঠিন পাথর দিয়ে গড়া কোন পন্থ রে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাজল কালো চোখের তারায় আমি আছি কদ্দুরে?
খুব দূরে-
এই ফাগুনে সকাল বেলার মিষ্টি হাসির রোদ্দুরে।
দারুণতো !!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৪

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ দাদা

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৫

করুণাধারা বলেছেন: দারুন! দারুন! চমৎকার ছন্দের কবিতা। একশতে একশই দিলাম।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪১

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.