নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নষ্ট পথ
নিচু তলার উকিল
শূন্য থেকে শূন্য দেখি,শূন্য নাহি সব
কষ্ট দেখে কষ্ট আঁকি,কষ্ট দিও রব।
নষ্ট পথে নষ্ট চলি নষ্টে কাঁটে রাত
পুণ্য রথে পুণ্য বলি পুণ্যে কত জাত।
রুষ্ট সবি রুষ্ট কাড়ে রুষ্টে হল তাল
পুষ্ট ছবি পুষ্ট পাড়ে পুষ্টে মহাকাল।
ধন্য হলে ধন্য করি ধন্য সারা গাঁও
মিষ্টি কথা মিষ্টি ছড়া মিষ্টি ছাড়া নাও।
সৃষ্টি তথা সৃষ্টি ভরা সৃষ্টি নব ছাও
গণ্য বলে গণ্য ধরি গণ্য পূবে বাঁও।
দৃষ্টি রাখি দৃষ্টি দূরে দৃষ্টি তবু পর
তিক্ত আঁখি তিক্ত সুরে তিক্ত কভু স্মর।
রিক্ত যেথা রিক্ত শত রিক্তে লাগে ভয়
কৃষ্টি সেথা কৃষ্টি যত কৃষ্টি ছাড়া জয়।
সিক্ত চরে সিক্ত ধারা সিক্তে কাঁপে মন
যুক্তকরে যুক্ত হারা যুক্ত তপোবন।
বৃষ্টি ফোঁটা বৃষ্টি ঝরে বৃষ্টি কাঁদে খুব
মুক্ত ছোটা মুক্ত লড়ে মুক্ত দিবো ডুব।
লুপ্ত প্রেমে লুপ্ত আশা লুপ্ত হাহাকার
হৃষ্টি ফ্রেমে হৃষ্টি চাষা হৃষ্টি করি ধার।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০৮
সৈয়দ ইসলাম বলেছেন: ভালো হয়েছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৬
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ দাদা
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৫
রোমিও সবুজ দাস বলেছেন: অসাধারণ। কি ছন্দের ছন্দরুপ এটা?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৭
নিচু তলাৱ উকিল বলেছেন: স্বরবৃত্ত ও মাত্রাবৃত্ত দুই ছন্দেই পড়তে পারেন।
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৭
রাজীব নুর বলেছেন: নষ্টপথ একদিন শুদ্ধপথ হবে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৭
নিচু তলাৱ উকিল বলেছেন: তাই যেন হয় দাদা
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ হয়েছে
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৮
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ আপা
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৬
এক ফোটা শিশির বলেছেন: সুন্দর হয়েছে
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৮
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০৭
সৈয়দ ইসলাম বলেছেন: ভালো হয়েছে।