নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

কবিতা: শ্যাম বালিকা || নিচু তলার উকিল

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:০০

শ্যাম বালিকা
নিচু তলার উকিল
'
শ্যামা সুন্দর মনে পড়ে কি সেদিনের দিনগুলি?
অবাধ্য সে ঠোঁটের ছোঁয়ায় ক্ষণিকের দ্বার আজ খুলি।
তুমি আমি মিশে যেতাম ঐ অনিকেত প্রান্তরে,
মনে কি হয় দেখা হল আজ কত দিন মাস পরে?
::
হারানো সেই উৎসব স্মৃতি সেই ষাণ্মাসিক দিন খুঁজে
জঙ্গমে কুর-কুট অশালীন ঐ চোখ দুটি থাক বুজে-
শ্যামবর্ণ ঐ ঠোঁটের উপর গাঢ় কালো দুটি তিল,
থাকি তুমি আর এ আমি রিরংসাদের অন্ত্যমিল।
::
চার ঠোঁট-মুখ শূন্য সঙ্গম একটি কাপে খায় দেহ
সামনে যাবার পালা শেষে পরাজিত নই কেহ?
অধর ছুঁয়ে ভাগ হয় প্রেম রাত গড়িয়ে হবে ভোর,
নষ্ট হতে দোষটা কোথায়?তোমাতে আমার বিজোড়।
::
খুলে ফেলো লজ্জার কাপড় নাঙ্গা হয়ে আজ বসো
গোখরো সাপের দংশিত ঘায় মুখ লাগিয়ে বিষ চুষো
বিবর্তনের সুচারু খেল,আহা! নিষ্ঠুর অনিমেষ,
নইলে বিবেক হারিয়ে কাল,হবে কোথাও নিরুদ্দেশ।
::
কংশ ব্লেডে কেটে ফেলি রোজ শিশংপার সাত রাখী
ভিঙ্গারিকায় লাগছে রুরু করুণ সুরে হয় ফাঁকি
গিটকিরি তার চালনার রেসে এঁটুল আমি আজ একা,
রক্তে রাঙ্গা সদর দরজায় তবু ভাগ্য থাক লেখা।
::
শ্যাম বালিকা,কত দেরী? সহে না আর এই অন্তর
এভাবেই তো যাচ্ছে কেটে তবু যেন খুব মন্থর।
চেয়ে দেখো এ শীতের রাত,অকল্পনীয় কালো মেঘ?
শুধু হেঁটেই চলছে ভ্রান্ত পথিক বাড়ছে প্রেম উদ্বেগ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৩০

আকিব হাসান জাভেদ বলেছেন: শ্যাম বালিকারা মনে হয় একটু দেরিতেই বুঝে। প্রেম উদ্বেগ কি জিনিস তাদের বোধগম্য নয়। তারপরেও কবির প্রেম বলে কথা । নিশ্চয় শ্যাম বালিকা কবির মনের ভাটা নিধন করবেন। ভালো লাগলো কবিতা । শুভ সকাল কবি।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৪

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ দাদা ভাল থাকুন সব সময়

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: ''কবিতা লেখা বন্ধ কর, হারামজাদা''
আচ্ছা, বইমেলায় এই নামে কি সত্যি সত্যি কোনো বই বের হয়েছে?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৫

নিচু তলাৱ উকিল বলেছেন: এবার বইমেলায় সময়ের অভাবে যাওয়া হয়নি দাদা,,বের হলেও হতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.