নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

কবিতা- মুক্তি || নিচু তলার উকিল

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৮

মুক্তি
নিচু তলার উকিল
'

মুক্তি যখন দিলেই তখন এত দেরীতে কেন মুক্তি দিলে?
এমন মুক্তি তো আমি চাইনি,,যে মুক্তি আমায় শান্তি দেয়নি একদণ্ড ,,দেয়নি মনের খুশিতে সুনীল আকাশে স্বাধীন ভাবে ডানা মেলে উড়ে চলার অধিকার।
বরঞ্চ তুমি আমায় বন্দি করে রাখো বুকের প্রকোষ্ঠে,না পাওয়ার বেদনায় যখন গভীর রাতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবে তখন না হয় আমি ব্যথা হয়ে ঝরবো সাড়ে পাঁচ প্রহর।
সেই মুক্তির স্বাদই আমার কাছে মহার্ঘ্য অমৃত, তবুতো গর্ব করে বলতে পারি কেউ আমায় ভালবেসেছিল খুব গোপনে। কিন্তু মুক্তির স্বাদ দিতে পারেনি।
এ মুক্তি তো আমার চাইনা কভু চাইনা এ স্বাধীনতা।
এক প্রহরে তোমার যত্ন নিয়ে না হয় বেড়ে উঠব তোমার মত করে।আর এক প্রহরে না হয় ছুঁইয়ে দিও আমার আঙুল, সেখানে না হয় আমি অটুট বন্ধনের স্বাদ খুঁজে নিবো।
বাকী সাড়ে তিন প্রহর তোলা থাক তোমার প্রতিটি শ্বাসপ্রশ্বাসে,রক্তে কণিকায় কিংবা প্রতিটি চোখের পলকে।আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখো আমায় তোমার অস্তিত্ব জুড়ে,বেঁচে থাকুক আমার অদেখা প্রেম
তুমি কি জানো?
তোমার জৌলুসহীন মুক্তি আমায় কপটতা শেখায় কিন্তু প্রেম শেখাতে পারেনা,পারেনা তোমায় একটু ছুঁইয়ে দিতে কিংবা ঐ রক্তগোলাপ অধরে আলতো একটা চুম্বন দিতে।
মুক্তি দিয়েও আমায় অদৃশ্য শেঁকলে কেন বন্দী করে রাখলে?
মুক্ত করা প্রেমে এত জ্বালা এত বিষাদ থাকে কেন? তুমি কি তা বলতে পারো?জানি পারবেনা যুক্তিতে মুক্তি মিললেও আদতে মুক্তির কোনদিন মুক্তি মিলেনি।
আমার কিন্তু সেটা জানা ছিলনা।
প্রেম সেতো হৃদয়ের,
তোমার মুক্ত করে দেয়া প্রেম আজকাল বড্ড স্বার্থবাদী হয়ে গেছে।
তুমি ফিরিয়ে নিয়ে যাও এ ভালবাসা বন্দি করে রাখো আবার হৃদয়ের খাঁচায়। আমি সেখানে ছটফট করে একেকটি রাত কাটাবো।
তন্দ্রাহীন চোখে আমি তাকিয়ে দেখবো তোমার ঘুমন্ত মুখাবয়ব।
আমি তোমার ঘুমন্ত এলোকেশে আঙুলের ছোঁয়ায় মাতাল করে তুলবো একেকটি প্রেমিক রাত।
প্রতিটি প্রেমিক রাতে আমি তোমাতে বন্দি থাকতে চাই, বিলাতে চাই অজস্র সুখ।
আমার আকাঙ্ক্ষা বেড়ে যাবে ইচ্ছের পারদে লাগবে হাহাকার তবু তুমি আমায় মুক্তি দিওনা।
আজ আর প্রশ্ন করনা,
প্রশ্ন করনা আমায়, আমি বধির হয়ে গেছি,,ছুঁইয়ে দিও না আমায় কারন আমি অসাড় হয়ে গেছি।পারলে তুমি মুক্তির চেয়ে বন্দিত্বের প্রেমে আমায় মাতাল কর।
সেখানেই বরঞ্চ আমি সাড়ে পাঁচ প্রহরের প্রেম খুঁজে নিব।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.