নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত-২ || নিচু তলার উকিল

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:০৮


প্রায় বছর খানেক আগের কথা জনৈক ফেবু ফ্রেন্ড উকিলবাবুর বাদামওয়ালা গল্পের সব পর্ব পড়ে ইনবক্সে নক করলেন-
-হাই দাদা ভাল আছেন তো?
-জ্বী আজ্ঞে।
-আপনি কি সুখন সাহেবের পোস্ট গুলো পড়েন?
-জ্বী আজ্ঞে না।
-সেকি দাদা আপনি সুখন সাহেবের পোস্ট পড়েন না?
-জ্বী আজ্ঞে সুখন কে?
-আশ্চর্য আপনি বিখ্যাত মোটিভেশনাল স্পিকার নেভীর চৌকশ অফিসার সুলাইমান সুখন রে চিনেন না?
-জ্বী আজ্ঞে না।
-তাহলে নীল সালু,আরিফ আর হোসাইন এদের চিনেন?
-জ্বী আজ্ঞে না।
-দাদা আপনি তো এখনো মান্ধাতা আমলে পড়ে আছেন।
-জ্বী আজ্ঞে।
-ওদের পোস্ট গুলো সময় পেলে পইড়েন মোটিভেশন অনেক গুণ বেড়ে যাবে বুঝলেন।
-জ্বী আজ্ঞে সুখন সাহেবরা কি ছেঁড়া শার্ট গায়ে দিয়ে স্কুলে যেত?
-মনে হয় তো না।
-জ্বী আজ্ঞে তাহলে নিশ্চয় প্ল্যাস্টিকের ছেঁড়া জুতো পড়ে যেত?
-না
-মানুষের ছেঁড়া বই পড়তো?
-না
-পরীক্ষার ফি জোগাড় করার জন্য কামলা দিতো।
-সম্ভবত না।
-ভাঙ্গা সাইকেল চালিয়ে রোজ ১৭ কিমি দূরত্বে কলেজ যেতো আবার আসতো?
-তাতো জানি না।
-জ্বী আজ্ঞে তাহলে ভাতের অভাবে পরিবার শুদ্ধ উপোষ থেকেছিল কয়েক বেলা?
-না।
-ভাগ্য বদলের আশায় ১৬০ টাকা নিয়ে সারারাত বাসের ভিতর দাঁড়িয়ে থেকে ঢাকায় এসেছিল কখনো।
-তাতো জানি না দাদা।
-সার্টিফিকেট হাতে গার্মেন্টস ফ্যাক্টরির দরজায় দরজায় ঘুরেছিল শুধু নামমাত্র একটা চাকুরীর জন্য।
-না।
-টাকার অভাবে একদিন এক শিঙ্গাড়ায় করে চারদিন কাটিয়ে দিয়েছিল নিশ্চয়!
-সম্ভবত না।
-গলির মোড়ে বাদাম বিক্রি করেছে কোন দিন?
-ধুর নেভীর একজন অফিসার বাদাম বিক্রি করবে এটা হয়।
-বাসের ভাড়া উঠানোর সুপারভাইজারের কাজ করেছে কখনো?
-হা হা হা হা না দাদা এসব করেনি।
-জ্বী আজ্ঞে, হাতে ঘড়ি আছে?
-জ্বী না,মোবাইলে ঘড়ি আছে।
-এখন কয়টা বাজে?
-রাত দশটা বারো।
-তাহলে সুখন সাহেব, নীল সালু,আরিফ হোসাইনরা কিসের মোটিভেশনাল স্পিকার।সমাজে ঘটে যাওয়া মোটিভেশনের কাহিনী গুলোকে রঙ মিশিয়ে উপস্থাপন করলেই কি মোটিভেশনাল স্পিকার হওয়া যায়?
-তারপর ও তো দাদা ফেবুবাসীরা ওদের পোস্ট থেকেই মোটিভেশন নেয়।
-জ্বী আজ্ঞে নেয় হুজুগে বাঙ্গালী বলে কথা।
-মানে?
-(পুনরায়) জ্বী আজ্ঞে, হাতে ঘড়ি আছে?
-জ্বী না,বললাম তো একবার।
-এখন কয়টা বাজে?
-(বিরক্তি স্বরে) রাত দশটা সতের।
-ওদের থেকে উকিলবাবু কম কিসে?
-মানে?
-প্রত্যেকটি মানুষই এক একজন তুখোড় মোটিভেশনাল স্পিকার।
-বুঝলাম না।
-হালকা মুতে শুয়ে পড়ুন।
-অদ্ভুত।
(উকিলের প্রস্থান)

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: ঠিকই বলেছেন প্রতিটা মানূষই মোটিশনাল স্পিকার।

০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৫

নিচু তলাৱ উকিল বলেছেন: ঠিক তাই দাদা,,শুধু নিজের রূপটা নিজে একবার দেখতে চাইনা

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৯

কামরুননাহার কলি বলেছেন: অনেক সুন্দর কথা গুলো কৌতুকের মতো করে উপস্থাপন করেছেন । বাহ চমৎকার ভালো লাগলো ভাইয়া, সত্যিই অনেক ভালো লেগেছে।

০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৭

নিচু তলাৱ উকিল বলেছেন: এটাই বাস্তবতা আপু আমরা নিজেদের ফেলে আসা অতীত গুলোকে ফিরে দেখতে চাইনা যেখানে হাজারো মোটিভেশন লুকিয়ে আছে।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৭

তানজীর আহমেদ সিয়াম বলেছেন: সমাজে ঘটে যাওয়া মোটিভেশনের কাহিনী গুলোকে রঙ মিশিয়ে উপস্থাপন করলেই কি মোটিভেশনাল স্পিকার হওয়া যায় ?
কঠিন এক প্রশ্ন কিন্তু উত্তর সবার মনেই রয়েছে :)

০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৭

নিচু তলাৱ উকিল বলেছেন: ঠিক তাই দাদা উত্তর সহজ কিন্তু মানি না

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: বেশ বলেছেন।

০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৮

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ দাদা

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০২

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ,বেশ উপভোগ্য।হ্যা আমরা প্রত্যেকে কম বেশি মোটিভেশনাল স্পিকার।আর এই আত্ম বিশ্বাস নিয়েই বোধহয় আমরা বেচে আছি।ধন্যবাদ,শুভেচ্ছা নেবেন।

০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৮

নিচু তলাৱ উকিল বলেছেন: কৃতজ্ঞতা দাদা

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০০

মিঃ সালাউদদীন বলেছেন: এক বছর, দুই বছর, দশ বছর, বিশ বছর, ত্রিশ বছর, অথবা হাজার বছরের বাংগালী জীবনের প্রতি দিনের কথা যা নাকি এক দিনে লেখেছেন, যা শহরের রেলস্টেশনের বস্তী বা গ্রাম বাংলার বাস্তব চিত্র । ধন্যবাদ আপনাকে ।

০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৯

নিচু তলাৱ উকিল বলেছেন: ঠিক তাই দাদা,,ধন্যবাদ আপনাকেও

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৬

তারেক ফাহিম বলেছেন: কৌতুক স্বরে বাস্তব রূপ তুলে ধরলেন ++

০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৫০

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ দাদা

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৬

নাহিদ০৯ বলেছেন: হালকা মুতে শুয়ে পড়ুন! এগুলা আপনাদের জন্য নয়।

কয়দিন আগে আমাদের কলেজে একজন বিসিএস মোটিভেশনাল স্পিকার এর ইভেন্ট হয়ে গেলো। ইভেন্ট এর বেশিরভাগ দর্শক ই মেয়ে। একটা দারুন হাস্যকর বিষয় খেয়াল করলাম, মেয়েরা একেক জন বিউটি পার্লার থেকে মেকাপ নিয়ে ইভেন্ট এ গেছে!!

০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৫১

নিচু তলাৱ উকিল বলেছেন: তা আর বলতে দাদা বর্তমান পার্লারের ব্যবসা লাভ জনক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.