নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

কবিতা- ব্রহ্মচারী || নিচু তলার উকিল

০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৪১


ব্রহ্মচারী
নিচু তলার উকিল
'
বালিকা,
তোমার সুউচ্চ বুকের সুডৌল স্তন ছুঁয়ে দেওয়ার পরেও যদি তোমার কাম উত্তেজনায় সন্ধ্যা না নামে কিংবা রাত্রি দ্বিপ্রহর না হয় বুঝে নিও আমি ব্রহ্মচারী ছিলাম।
ষড়রিপুর প্রতিটি সম্মুখ সমরে নারী হয়ে দেখো কামের শরীরে আমি কেমন তীরন্দাজ হয়ে নিশানা ভেদ করি।
ব্রহ্মচারীর সাত্ত্বিক ছোঁয়ায় যদি
তোমার বসন্তকুমারী অধরে কাঁপন না ধরায় তাহলে তুমি আবারও বুঝে নিও আমি ব্রহ্মচারী ছিলাম।
ব্রহ্মচারীর সাহচর্যে তুমিও হয়ে উঠবে ব্রহ্মচারিণী।
তোমার খাঁজকাটা ভাজের দক্ষিণ মেরুতে প্রেম বিলাবো আর উত্তর মেরুতে বিলাবো সুখের প্রলাপ,তারপরও যদি রমণের ইচ্ছা না জাগে কিংবা বৃষ্টির জলের স্রোতে ভেসে না যায় পাপ তবে আমায় আলিঙ্গন কর কারন আমি ব্রহ্মচারী, বাল্মীকি হয়ে রচনা করি অহিংস প্রেম,যে প্রেমে কিংবা যে স্পর্শে থাকেনা কোন যৌনতার ঘ্রাণ

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: এই বালিকা যখন একটু বয়স হবে-
তখন কি এই বালিকাকে দেখে বলবেন- ঝুলে যাওয়া নারী স্তন।

০৩ রা মার্চ, ২০১৮ সকাল ৭:২৬

নিচু তলাৱ উকিল বলেছেন: সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখুন আর পারলে কবিতার গভীরে ফোকাস করুন

২| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৫:০২

তারেক ফাহিম বলেছেন: কমেন্টস্ করতে লজ্যা পাচ্ছি #:-S

০৩ রা মার্চ, ২০১৮ সকাল ৭:২৮

নিচু তলাৱ উকিল বলেছেন: লজ্জা!!

৩| ০২ রা মার্চ, ২০১৮ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:


ম্যাঁওপ্যাঁও লেখা

০৩ রা মার্চ, ২০১৮ সকাল ৭:২৭

নিচু তলাৱ উকিল বলেছেন: কি কারনে ম্যাও প্যাও মনে হচ্ছে দাদা ব্যাখ্যা দিলে খুশি হতাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.