নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঋতুমতী চাঁদ
নিচু তলার উকিল
'
সাঁঝের মায়া কেটে,একাকী দীর্ঘ রাতের সঙ্গী হয় ঋতুমতী চাঁদ।
এক সমুদ্র নিরবতায়,ঝুলবারান্দায় নেমে আসে ভোর।
তন্দ্রাহীন দাঁড়কাকের চোখে খেলা করে আমার অতীত।ছল ছল চোখের গভীরতায় আমি উদভ্রান্ত ছন্নছাড়া পথিক দুর্নিবার খুঁজে ফিরি আগামীর ভবিষ্যৎ।
ঘরছাড়া ব্যথারা আবারও বৈরাগী হয়ে ঘরে ফিরে আসে চৈতন্যের দেরাজে।
তবু পৌষালী ভোরের বাতাসে অবিরত দোল খায় চৈত্রের খরা।
আঁধারের বুক চিড়ে উড়ে যায় এক আকাশ স্বপ্নিল মেঘ।
রোজ দাঁড়িয়ে থাকি উদ্দেশহীন, আবছা আলোয় ঝুলবারান্দায় দেখি হরেক রকম লাল নীল স্বপ্নের আঁকিবুঁকি।
প্রত্যাশিত ভাবে মিলিয়ে যায় ঋতুমতী চাঁদ আর আলোকিত ভোর।
অপ্রত্যাশিত ভাবে
এক চিলতে মিঠেকড়া রোদ ভিজিয়ে দিয়ে যায় অনিমেষ; তবু চেয়ে থাকি ব্যস্ত দূরের পথ আর পথিকের মুখাবয়ব
১১ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০১
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
২| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৬
ফারাবি রাকিব বলেছেন: বেশ
১১ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০১
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
৩| ১০ ই মার্চ, ২০১৮ রাত ৯:১২
আহমেদ জী এস বলেছেন: নিচু তলাৱ উকিল ,
সুন্দর কবিতা হয়েছে । ভালোই লাগলো ।
১১ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০২
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
৪| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: মোটামুটি লাগছে
১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:২১
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ দাদা
৫| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩০
মনিরা সুলতানা বলেছেন: বেশ লেখা !!!
আশা করছি নিয়মিত পাবো আপনার লেখা।
শুভ কামনা।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:২২
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ অবশ্যই নিয়মিত লেখার চেষ্টা থাকবে।
৬| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ
আপনাকে ধন্যবাদ।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৩
নিচু তলাৱ উকিল বলেছেন: আপনাকেও ধন্যবাদ দাদা
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১১
রাজীব নুর বলেছেন: পড়লাম।