নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অচেনা আগন্তুক
নিচু তলার উকিল
'
অধরা যদি তোমার থেকে যায় ইচ্ছে,পরজন্মে আর আফসোস করনা।
ইহকালে দেহ ত্যাগ করার আগে বরং তুমি নীলকণ্ঠী পাখি হয়ে যাও।
আমি খুঁজে নিব তোমায় হাজারো পাখির ভীরে,তোমার কন্ঠটা যে আমার আজন্মের চেনা।
প্রতিটি স্নিগ্ধ রাতে এসো আর গল্প করে কাটিয়ে দিও মাঝ রাত।অভ্যাসের বারান্দায় তুলে দিও মায়ার দেয়াল।
বরং ঘুমহীন চোখে আমি অপ্রত্যাশিত হেঁটে যাব কাল্পনিক পথে।
আচ্ছা তোমার কন্ঠটা আমায় চাইলে কি দিবে,,,?কিংবা যদি চাই তোমার নুন ঝরা ভরাট হাসি।
জানি একপ্রস্ত হেসে লজ্জায় ডুবে যাবে তুমি।
তবুও যদি অধরাই থেকে যায় স্নিগ্ধ সতেজ প্রেম আর ভালবাসা তবে ক্ষমার রুমালে মুছে নিও চোখের জল।
ভোর হবার আগেই
হলুদ গাছের পাতায় বাম হাতে লিখে দিও আনকোরা চিঠি।
পত্রের শুরুতে লিখে দিও "অচেনা আগন্তুক"
যদি বর্ণের পিঠে বর্ণ সাজাতে কভু হাত কেঁপে উঠে তবে দৃষ্টি রাখো দুরের পথে।
অপেক্ষার প্রহর গুনিয়ো স্নিগ্ধ রাতে,কান পেতে শুনিয়ো আমার শব্দেরা আলো আঁধারিয়ায় কেমন লুটোপুটি খেলে।
ডান হাতে ছুঁয়ে দেখ কতটা মায়া কতটা ভালবাসা আর কতটা শ্রদ্ধার মিশেলে তোমায় আলিঙ্গন করে।
তবু অধরা থেকে যাক ইচ্ছে,অধরা থেকে যাক গোপন প্রকোষ্ঠে,অধরা থেকে যাক মায়াময় হাসিতে,অধরা থেকে যাক সাত্ত্বিক শ্রদ্ধা ভালবাসা আর প্রেমে।
অধরা যে দূর থেকেই ভাল লাগে পৃথিবীর রূপ।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৮
নিচু তলাৱ উকিল বলেছেন: তা আর বলতে,,,ধন্যবাদ দাদা
২| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৫
নাহিদ০৯ বলেছেন: মধু মধু, সকাল বেলা আর নিচে স্ক্রল করতে পারলাম না।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৮
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ দাদা♥
৩| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০৪
কানিজ রিনা বলেছেন: অসাধারন হয়েছে আপনার লেখা ধন্যবাদ।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৯
নিচু তলাৱ উকিল বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ
৪| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২২
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বাহ্, বেশ সুন্দর! ভাল লাগল সুন্দর কবিতা।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৯
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ দাদা
৫| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৩
রাজীব নুর বলেছেন:
আপনার জন্য।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:২০
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ দাদা
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩৬
চাঁদগাজী বলেছেন:
চাঁদের বুকে নামলে চাঁদকে যেকোন মরুভুমির মতই লাগবে