নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত -৩ || নিচু তলার উকিল

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১১

গত ডিসেম্বরের কথা।উকিলবাবু যথারীতি চিটাগাং যাবার উদ্দেশ্যে সায়েদাবাদ বাস টার্মিনালের এস আলম বাস কাউন্টারে গভীর ধ্যানমগ্নতার সহিত বসে আছেন।উকিলবাবুর মুখমণ্ডলের গঠনটাই ও রকম,চুপচাপ থাকলে মনে হবে কতটা গম্ভীর কিংবা কতটা চিন্তাশীল একজন ব্যক্তি।আদতে কিন্তু উকিলবাবু তেমন কেউ নন স্রেফ 'অ' উপসর্গ যোগের একজন মানুষ।
কিছুক্ষণ পরেই একজন অচেনা ভদ্রলোক উকিলবাবুর পাশে এসে বসলেন,দুই ঠোঁটে স্টিক জ্বলছে বেশ সুখেই সুখটান দিচ্ছেন।স্টিকের ধোঁয়ায় ইতিমধ্যে পরিবেশের গুমোট অবস্থা।উকিলবাবু না পারছে কিছু বলতে না পারছে সহ্য করতে,,,,ভদ্র লোক বলে কথা হুটহাট করে তো আর কিছু বলা যায়না।অতঃপর এই নিরব অত্যাচার সহ্য করতে না পেরে জায়গা ছেড়ে দিয়ে খোলা জায়গায় গিয়ে দাঁড়ালেন।
কিন্তু না ভদ্রলোক নাছোড়বান্দা উনিও গিয়ে পাশে দাঁড়ালেন। কিছুক্ষণ চুপচাপ থাকার পর,,গলাটা একটু খ্যাঁক খ্যাঁক করতে করতে
-দাদা কি বাসের অপেক্ষায়?
-জ্বী আজ্ঞে আমাকে বলছেন।
-জ্বী আপনাকে।
-জ্বী আজ্ঞে হ্যাঁ বাসের অপেক্ষায়।
-দাদাকে মনে হয় খুব চিন্তিত দেখাচ্ছে।
-জ্বী আজ্ঞে আমাকে বলছেন।
-জ্বী আজ্ঞে হ্যাঁ।
-জ্বী আজ্ঞে ঠিক তেমনটা না।
-না আমার কাছে তাই মনে হচ্ছিল আর কি?ডোন্ট মাইন্ড।
-জ্বী আজ্ঞে।
'
বেশ কিছুক্ষণ এভাবেই কেটে যাবার পর ভদ্রলোক আবারও একটা স্টিক জ্বালালেন,সুখটান দিতে দিতে বলে উঠলেন-
-দাদা কি করেন?
-জ্বী আজ্ঞে দাঁড়িয়ে আছি।
-না সেটা বলিনি।
-জ্বী আজ্ঞে
-জানতে চাচ্ছিলাম কি করছেন মানে পেশা কি?
-জ্বী আজ্ঞে গবেষণা করছি।
-বাহ!দারুণ তো।কোন ফার্মে?
-জ্বী আজ্ঞে এটা আমার নিজস্ব গবেষণা ফার্মে।
-কেয়াবাত কেয়াবাত আপনার নিজস্ব মানে তো আপনি নিজেই এই ফার্মের মালিক।
-জ্বী আজ্ঞে।
-বেশ শুনে ভাল লাগলো।তো দাদা কি নিয়ে গবেষণা চলছে।
-ডারউইন এর বানর তত্ত্ব।
-কতদূর এগোলেন?
-দুই হাতের মত।
-দুই হাত?
-জ্বী আজ্ঞে।
-ডারউইনের তত্ত্ব আপনি নতুন করে কেন গবেষণা করছেন?
-ডারউইন ভুল তত্ত্ব দিয়েছেন।
-কেমন করে বুঝলেন ভুল তত্ত্ব।
-জ্বী আজ্ঞে গবেষণা করে!
-কি পেলেন?
-মানবজাতির উৎপত্তি শুধুমাত্র বানর থেকেই নয়,মানুষের বংশধর হিসাবে আরো অনেক গুলো উৎপত্তির উৎস বিদ্যমান।
-যেমন?
-কুকুর তত্ত্ব,শিয়াল তত্ত্ব,মুরগী তত্ত্ব,ছাগল তত্ত্ব,গরু তত্ত্ব,হাতি তত্ত্ব ইত্যাদি ইত্যাদি।
'
বেচারা ভদ্রলোক মনে হয় এটা শোনার জন্য প্রস্তুত ছিলেন না,ঠোঁটের কোনায় একটা কৌতূহলী হাসির রেখা টেনে বললেন-
-ধুর দাদা কি যে বলেন না,মজা নিচ্ছেন আমার সাথে?
-জ্বী আজ্ঞে না।
-তাহলে এটা কোন কথা হল নাকি?
-জ্বী আজ্ঞে কোন সন্দেহ?
-জ্বী আলবৎ সন্দেহ আপনার গবেষণায় ভুল আছে।
-জ্বী আজ্ঞে কিভাবে বুঝলেন?
-না মানে তাহলে বলুন তো আমি কোন তত্ত্বের?
-জ্বী আজ্ঞে নিঃসন্দেহে ছাগল তত্ত্বের।
-মানে?
-হাতে ঘড়ি আছে।
-জ্বী আছে।
-জ্বী আজ্ঞে এখন কয়টা বাজে?
- দুপুর ২ টা ২০ মিনিট
-বাস এলো বলে!
-মানে?
-হিসুর কামটা সেরে নিন।
-অদ্ভুত।
(উকিলের প্রস্থান)

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

শেষটায় দারুন বাউন্স মেরেছেন ;)

+++

১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩২

নিচু তলাৱ উকিল বলেছেন: ঠিক তাই দাদা ধন্যবাদ

২| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২২

কৃষ্ণ কমল দাস বলেছেন: হিসুর কাম টা সেরে নেই...........হাহাহাহা......

১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩৩

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ দাদা

৩| ১৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: আর কত দিন নিচু তলার উকিল থাকবেন?? আমরা চাই উঁচুতে আসেন।

১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩৪

নিচু তলাৱ উকিল বলেছেন: নিচুতেই ভাল আছি দাদা এতে মানুষ চিনতে সুবিধা হয়

৪| ১৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

শাহিন বিন রফিক বলেছেন: সত্যি অনেক মজার হয়েছে।
এ+প্লাস দিলাম।

১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৩৪

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.