নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..................বহুকাল আগে একটা শৈশব বয়সী পুকুরে ডুবে গিয়েছিলাম,
ডুবে যাওয়ার আগ মুহূর্তে ছিলাম কৈশোর।
অতঃপর মারা যাওয়ার শেষ ভাগে বিধিবাম ভেসে উঠে নিয়েছিলাম দীর্ঘ নিঃশ্বাস।
ঢেউ খেলানো অস্বচ্ছ জলের প্রতিবিম্বে ভেসে উঠে আমার মুখাবয়ব।
অপ্রত্যাশিতভাবে আমি হয়ে যাই নিকৃষ্ট, খারাপ,অকৃতজ্ঞ আর অমানুষ।
শৈশব বয়সী পুকুরটা হয়ে যায় ভাঁজ পড়া চামড়ার মত ষাটোর্ধ বৃদ্ধা।
পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকা যৌবনোদয় এক নারী চিৎকার করে বলে উঠে"নিষ্ঠুর পাষাণ"
অবাক দৃষ্টিতে চেয়ে থাকি আমি,তাকে ডাকতে গিয়েও ডাকতে পারিনি।
আমি বুঝে গেছি আমি হয়ে গেছি অসভ্যতার সর্বশ্রেষ্ঠ হিংস্র বোবা জানোয়ার।
সভ্যতার বৈপ্লবিক দুনিয়া থেকে হাজার বছর পিছিয়ে থাকা আদিমতায় ভর করে ভাগ্যের লিখন........................
'
'
'
সভ্যতার বৈপ্লবিক দুনিয়া/নিচু তলার উকিল
২| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫১
রাজীব নুর বলেছেন: সুন্দর।
তবে বুঝতে আমার বেশ বেগ পেতে হয়েছে।
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে