নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাও ফিরিয়ে নাও ফিরিয়ে
নিচু তলার উকিল
'
দাও ফিরিয়ে-
তোমার পিছে নষ্ট করা সুখ
নাও ফিরিয়ে-
অবহেলায় পেলাম যত দুখ।
দাও ফিরিয়ে-
চঞ্চলা মন হাসি খুশি মুখ
নাও ফিরিয়ে-
নিরব ব্যথায় কেঁদে ভাসা বুক।
::
দাও ফিরিয়ে-
স্বপ্ন দেখা হাজার রঙ্গা ভোর
নাও ফিরিয়ে-
সুখের ঘরে দিলে যত খোর।
দাও ফিরিয়ে-
লজ্জা গুলো সজ্জা গুলো খুব
নাও ফিরিয়ে-
তোমার বুকে দিতাম যত ডুব।
::
দাও ফিরিয়ে-
ছুটে চলা একেক সোনা দিন
নাও ফিরিয়ে-
দুহাত ধরে হেঁটে চলার সিন।
দাও ফিরিয়ে-
শান্ত সকাল তপ্ত দুপুর রাত
নাও ফিরিয়ে-
এই হৃদয়ের শত প্রতিঘাত।
::
দাও ফিরিয়ে-
আমার চোখের ঝরে পড়া জল
নাও ফিরিয়ে-
তোমার দেয়া মিথ্যে প্রেমের ছল।
দাও ফিরিয়ে-
আমার অতীত রক্ত গোলাপ ফুল
নাও ফিরিয়ে-
দাও ফিরিয়ে আমার জাতিকুল।
::
দাও ফিরিয়ে-
চাইনা কিছুই আমার দেয়া প্রেম
নাও ফিরিয়ে-
আমার সাথে খেলছো যত গেম।
দাও ফিরিয়ে-
সহজ সরল মোমের মতো মন
নাও ফিরিয়ে-
আমার কাছে করছো যতো পণ।
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
তারেক ফাহিম বলেছেন: হুঁম নাও ফিরিয়ে।
আমি বলছি, দেখি ফিরে নেয় কিনা
বেশতো হিসাব নিকাশ চলছে দেখি উকিল সাহেব