নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অশরীরী জল
-নিচু তলার উকিল
আমি জেনে গেছি রোশনি,
আমার জন্য তোমার শহরে কারফিউ চলে।
যৌনতার বীর্য গলে পড়া এ শহরের বুকে তবু সন্ধ্যা নামে না।
চর্ব্য চোষণে ব্যস্ত নগরীর যৌনাঙ্গে নামাতে পারিনি প্রেমহীন জলের স্রোত।
অক্ষমতা নয় বরং অস্তিত্বের লড়াইয়ে কৌশলী হয় অশরীরী জল।
কামুক দুনিয়ায় উলঙ্গ হয় আমার সকাল; চৈতালি দুপুরের সঙ্গমে ভেসে যায় বৈকালিক সুখ।
মিষ্টি কথার স্তন টিপে টিপে স্বৈরাচারী হয় তোমার ঠোঁট।
স্বমেহনের চাতুর্যতায় বিবর্তনবাদে ঢেলে দেই ঘৃণার বীজ।
রোশনি,
তোমার আনবিক শৃঙ্গারে পুড়ে যায় আমার সংবিধান।
ঈশ্বর আমায় ক্ষমা করুন, কোন অভিযোগ নয়,নয় কোনো অনুযোগ
এ রাজ্যে
একফোঁটা প্রেম নেই।
এবার বুঝি আমার যাবার সময় হল!
০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৬
নিচু তলাৱ উকিল বলেছেন: চলে যাবার কৌশল খুঁজছি দাদা ঈশ্বরের সবুজ সংকেতের অপেক্ষায়!
২| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৫
সৈয়দ তাজুল বলেছেন: বাহ, উকিল সাহেবের কবিতা সেইরকম হয়েছে।
তা কোর্ডে কি কবিতা আবৃতি চলে?
০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৭
নিচু তলাৱ উকিল বলেছেন: জ্বী দাদা কর্ডে কবিতা আবৃত্তিও চলে ইউটিউবে আপলোড করা আছে।
৩| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: 'চৈতালি দুপুরের সঙ্গমে ভেসে যায় বৈকালিক সুখ'
সন্ধ্যার নিসীম অন্ধকারে নেমে আসে বৈতালি মুখ।
ভালো লেগেছে কবিতাটি।
শুভেচ্ছা।
০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৮
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ দাদা
৪| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
সৈয়দ তাজুল বলেছেন:
আপনার আবৃত্তি করা কোন কবিতার লিংক দেন!
দেখি। অনেক দিন ইউটিউবএ যাওয়া হয় না।
০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১২
নিচু তলাৱ উকিল বলেছেন: https://m.youtube.com/watch?v=8qCZ92kyLS0
৫| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: চৈতালি দুপুরের সঙ্গমে ভেসে যায় বৈকালিক সুখ।
মিষ্টি কথার স্তন টিপে টিপে স্বৈরাচারী হয় তোমার ঠোঁট।
০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
নিচু তলাৱ উকিল বলেছেন: জ্বী ঠিক তাই আপু,কোনো রকম ভুল বলছি কি?
৬| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
অরুদ্র বলেছেন: আবাঞ্চিত মন্তব্যের জন্যে প্রথমেই ক্ষমাপ্রার্থী।
নিজের পোষ্ট ডিলেট করব কিভাবে, অনুগ্রহপূর্বক কেউ জানাবেন কি?
০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
নিচু তলাৱ উকিল বলেছেন: মোডারেটর কে বলুন,ওনারাই পোস্ট ডিলিট করে দিবে
৭| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৮:০৫
দিবা রুমি বলেছেন: কবিতা ভাল হয়েছে।
একরাশ ভাল লাগা রেখে গেলাম।
০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:২১
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ প্রিয়
৮| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৬
চাঁদগাজী বলেছেন:
কবিতাটা আগেই পড়েছিলাম, মন্তব্য করিনি; হয়তো, বেশী আধুনিক কবিতা
০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:২০
নিচু তলাৱ উকিল বলেছেন: আধুনিক দেখতে ভাববস্তু কিংবা অন্তরালের বিষয় ভিন্ন দাদা
©somewhere in net ltd.
১| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রেমহীন নগরে বাঁচার চেয়ে চলৈ যাওয়াই শ্রেয়
+++