নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

সরলতা-৮ || নিচু তলার উকিল

০৪ ঠা এপ্রিল, ২০১৮ রাত ১১:২৮

সরলতা-৮
-নিচু তলার উকিল

ছিঃ সরলতা ছিঃ-
ধিক্কার জানাই সাধুগিরি ,
তুমি নাকি আমার কল্পনাতীত প্রেয়সী।
ছিঃ সরলতা ছিঃ

ছিঃ সরলতা ছিঃ-
পৃথিবীর এক সাগর ঘৃণা,
তোমার দিকে বার বার শতবার ছুড়ে মারি।
ছিঃ সরলতা ছিঃ

ছিঃ সরলতা ছিঃ-
সরল বিশ্বাস সেটা ছিল
আমার সম্পদ,আমি সেই বিশ্বাসেই বাঁচি
ছিঃ সরলতা ছিঃ।

ছিঃ সরলতা ছিঃ-
কষ্টে পোড়া আমার এ পৃথিবী,
এ বিষ অপ্রত্যাশিত কখনই যে চাইনি
ছিঃ সরলতা ছিঃ।

ছিঃ সরলতা ছিঃ-
সমস্ত সত্তা ঘর মন জানালা
আর হৃদয়ের ক্যানভাসে আঁকা এ ছবি
ছিঃ সরলতা ছিঃ।

ছিঃ সরলতা ছিঃ-
নোংরা তোমার জীব সত্তা,
বিষের ছোঁবলে বারংবার হয়েছি ধরায়শী।
ছিঃ সরলতা ছিঃ।

ছিঃ সরলতা ছিঃ
বিশ্বাসে পৃথিবী চলে,চলছে,
চলবে,এ ধারা অব্যাহত তবু থাক অবশ্যম্ভাবী
ছিঃ সরলতা ছিঃ।

ছিঃ সরলতা ছিঃ-
তোমার নিপুণ অভিনয়ে
করেছো বাজিমাত,দর্শকের শত হাত তালি
ছিঃ সরলতা ছিঃ।

ছিঃ সরলতা ছিঃ-
নষ্ট করেছ আমার ভবিষ্যৎ,
ক্ষমা নেই তোমার,বিবেক ধর্ষণকারী
ছিঃ সরলতা ছিঃ

ছিঃ সরলতা ছিঃ-
আর কত ছিঁড়ে খাবে কোমল
হৃদয়ের মাংস,তুমি মাংসাশী প্রাণী
ছিঃ সরলতা ছিঃ।

ছিঃ সরলতা ছিঃ-
তুমি নর্দমার কীট,দোষ
ছিলনা ভালবাসায় আমি গরীব হতে পারি
ছিঃ সরলতা ছিঃ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৫৯

অর্থনীতিবিদ বলেছেন: ছিঃ সরলতা ছিঃ
সবকিছুর জন্য সরলতাকে ধিক্কার। সব দোষ কি সরলতার?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.