নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প- হাতি || নিচু তলার উকিল

০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২১

হাতি
-নিচু তলার উকিল

একটা সময় ছিল দুই ঝুড়ি গরুর ঘাস কেটে দিলে পাতিলের শরীরে লেপ্টে থাকা অবশিষ্টাংশ এক প্লেট পোড়া ভাত জুটতো।হক বাড়ীর দেউরি ঘরের মেঝেতে বসে উকিলবাবু কুকুরের মতো চেটেপুটে খেতো।
হক বাড়ীর কাজের ছেলে জলিল সেটা চেয়ে চেয়ে দেখতো।
উকিলবাবু বলতো,"তুই সাক্ষী থাকিস জলিল,আমার সন্তানদের একদিন তুই এই গল্প গুলো শোনাস"।
জলিল বেশ আগ্রহ নিয়ে বলতো শুনিয়ে কী হবে?
উকিলবাবু বলতো,"নিজের অতীতকে ভুলে যাওয়া মানে নিজের শেকড়কে ভুলে যাওয়া নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া;
ওরাও যেন ওদের পিতার মত একেকটা অমানুষ তৈরি হয়"।
আজো সেই দিনটি আসেনি,তবে আজকাল সময় বদলেছে,বদলেছে বাস্তবতা।
সময়ের শরীরে ভর করে এগিয়ে যায় বাস্তবিক দুনিয়া।
সেই ছোট্ট উকিলবাবুর স্থান আর দেউরি ঘরের মেঝে নয়,নয় পাতিলের অবশিষ্টাংশ পোড়া এক প্লেট ভাত।
রীতিমতো ডাইনিংয়ে বসিয়ে নানানরকম রাজকীয় খাবার হক বাড়ীর বউ নিজের হাতে উঠিয়ে দিতে দিতে বলে,"খাও বাবা খাও গরীবের বাড়ীতে তো হাত্থির(হাতি) পা'ই পড়েনা"।
কই গেলিরে জলিল দ্যাখতো কথা হাচানি?

মন্তব্য ৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


অনু, পরমানুর খবর নেই; গল্প লিখতে হবে!

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৮

নিচু তলাৱ উকিল বলেছেন: ঝাল মিষ্টি টক,,,সবই দরকার

২| ০৬ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৮

রানা সাহেব বলেছেন: হুম ভাল ছিল

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৯

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ

৩| ০৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৫

সেতুর বন্ধন বলেছেন: সুন্দর প্রকাশ

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৯

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ

৪| ০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার লেখা খুবই শক্তিশালী লেখা, প্রভাব বিস্তার করার মতো লেখা, খুবই ভালো লেগেছে ।।

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১০

নিচু তলাৱ উকিল বলেছেন: কৃতজ্ঞতা

৫| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

সে্‌নসেটিভ শিমুল বলেছেন: ভালো লাগলো লেখা গুলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.