নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

আমি ধর্ষক || নিচু তলার উকিল

০৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৮

আমি ধর্ষক
-নিচু তলার উকিল

আমি ধর্ষক আমি দর্শক
আমি মৌন গোলাপ ফুল
আমি চেতনা আমি দ্যোতনা
আমি তপ্ত নদীর কূল।
আমি অশ্লীল আমি সুশীল
আমি সাধুরূপী ভণ্ড
আমি অজাত আমি কুজাত
আমি চেতনার দণ্ড।
আমি আশ্বাস আমি বিশ্বাস
আমি নর জাতির গর্ব
আমি সাধক আমি মাদক
আমি নষ্ট গদ্যের পর্ব।
আমি গৌরব আমি সৌরভ
আমি সৃষ্টিতে রণ তূর্য
আমি শাসক আমি যাজক
আমি নষ্ট পিতার বীর্য।
আমি রক্ষক আমি ভক্ষক
আমি পঁচা নর্দমা কীট
আমি শিক্ষক আমি ভিক্ষুক
আমি মুদ্রার এপিঠ ওপিঠ।
আমি নিষ্পাপ আমি প্রলাপ
আমি অভিশাপ কৃতির
আমি লজ্জিত আমি সজ্জিত
আমি বেজন্মা নর বীর।
আমি মানব আমি দানব
আমি মানিনা কে শিশু
আমি অস্থির আমি বধির
আমি হিংস্র বনের পশু।
আমি যে পিতা আমি যে চিতা
আমি ভয়ংকর রূপ যীশু
আমি ধৃষ্টতা আমি মিষ্টতা
আমি বিপ্লবী সুভাষ বসু।
আমি ঘাতক আমি চাতক
আমি লজ্জা এ জাতির
আমি হাম্বির আমি গম্ভীর
আমি বিস্ময় বিধাত্রীর।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


আপনি কবিতা লেখার সুন্দর ফরম্যাট বের করেছেন! এটাকে অটোমেশন ( প্রোগ্রামিং এর সাহায্যে ) করা যায় কিনা ভেবে দেখুন।

'আমি'র যায়গায় 'তুমি' বসায়ে আরেকটা পোষ্ট দেয়া যাবে?

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৪

নিচু তলাৱ উকিল বলেছেন: জ্বী তা যাবে,, তবে দোষটা নিজের ঘাড়েই নিলাম আর কি??বিচারটা নিজেকে দিয়েই শুরু করি

২| ০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

ব্লগ মাস্টার বলেছেন: ভালো ।

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৫

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ

৩| ০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

ওয়াহেদ সবুজ বলেছেন: ভালো লেগেছে।
ধন্যবাদ!

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৬

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ

৪| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৬

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ

৫| ০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৬

মনিরুল ইসলাম বাবু বলেছেন: মন্দ নয় ।

৬| ০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫২

নতুন নকিব বলেছেন:



এই কবিতায় কি বলতে চেয়েছেন, সেটাই বুঝলাম না। ধর্ষককে ধিক্কার দিতে চেয়েছেন সম্ভবত:। কিন্তু আসলে কি সেটা পেরেছেন? না কি উল্টোটা ঘটেছে? প্লিজ, কষ্ট নিবেন না, শুধু শব্দের বুনন দিয়েই কিন্তু কবিতা হয় না। কয়েকটি উদাহরন দিচ্ছি। একটু যদি দেখে নেন,

১. ধর্ষককে আপনি শাসক বলেছেন। ধর্ষক শাসক হয় কিভাবে?
২. ধর্ষককে আপনি গোলাপ ফুল বলেছেন। ধর্ষক গোলাপ ফুল তুল্য হতে পারে কিভাবে?
৩. ধর্ষককে আপনি চেতনা এবং দ্যোতনা বলেছেন। ধর্ষকের ভেতরে কিসের চেতনা এবং দ্যোতনা থাকতে পারে? নষ্টের আবার চেতনা কিসের?
৪. ধর্ষককে আপনি সুশীল বলেছেন। ধর্ষক সুশীল কিভাবে হতে পারে?
৫. ধর্ষককে আপনি আশ্বাস এবং বিশ্বাস বলেছেন। ধর্ষকের ভেতরে আশ্বাস এবং বিশ্বাস এসব গুনাবলী থাকার প্রশ্ন আসতে পারে?

মাত্র কয়েকটি অসঙ্গতি তুলে ধরলাম। ক্ষমা করবেন। বাকি বিচ্যুতিগুলো আপনি বুঝে নিবেন, আশা করছি। আর আপনি হতাশ হওয়ার কোনো কারন নেই। চেষ্টা করলে অনেক সুন্দর কবিতা অবশ্যই লিখতে পারবেন। এই কবিতাটি নিয়ে আশা করি একটু ভাববেন।

ভাল থাকুন ভাই।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৪

নিচু তলাৱ উকিল বলেছেন: - শাসকরা কি ধর্ষণ করেনা?
- প্রতিটি ধর্ষকের বাহিরের রূপ গোলাপের মতই!
-ধর্ষক বলে চেতনা থাকবেনা তা কি করে হয়? প্রতিটি চেতনাধারী ব্যক্তিই পরিস্থিতি অনুযায়ী্ন হতে পারে এক একজন ধর্ষক!
-ধর্ষক হবার আগে প্রতিটি মানুষই সুশীল, এমন কি ধর্ষণের পড়েও নীতিকথা বলতে দেখা যায় এসব সুশীলদের!
-জ্বী ধর্ষক ও একজন মানুষ তাকেও অন্য মানুষ বিশ্বাস করে আর ধর্ষক সেই বিশ্বাস নিয়ে খেলা করে!


আশা করি উত্তর পেয়েছেন কবিতায় তাই বলা হয়েছে যা একজন মানুষের মাঝে বিদ্যমান থাকে পরিবেশ পরিস্থিতিতে পরে একজন ধর্ষক তৈরী হয় হতের পারতে নিজের স্বার্থ হাসিলের জন্য হতে পারে নিজেকে কন্ত্রল না করতে পেরে১ এই সমাজে কবিতায় উল্লেখিত গুব সম্পন্ন ধর্ষকের অভাব নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.