নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাছ কিনতে গিয়ে পাশের পাড়ার অমলেশ বাবুর সাথে উকিল বাবুর হঠাৎ সাক্ষাৎ হয়ে গেল।নিজের কেনা রুই মাছটা দেখিয়ে অমলেশ বাবু বললেন
-আরেহ্ উকিল দা যে,কী মাছ কিনলেন?
-সিলভার কার্প।
- দাদা আর কত পচা মাছ খাবেন,এবার একটু ভাল মাছ কিনুন।
-জ্বী আজ্ঞে ভাল মাছেই তো কিনেছি,এই দেখুন একটু টিপে দেখুন একদম জ্যান্ত লাফাচ্ছে।
-আরেহ্ দাদা সে কথা বলিনি।
-জ্বী আজ্ঞে তাহলে?
-বলছিলাম,একটু দামি মাছ কেনার কথা,এই ধরুন রুই,কাতলা,,,,,
-জ্বী আজ্ঞে,আপনার মাছে কি আছে বলুন তো?
-কেন আমিষ আছে!
-আমার টায় কি আছে?
-কেন আমিষ!
-তাহলে কম কিসে?
-আরেহ্ দাদা কম হল গিয়ে স্বাদে।
-বেতন কত পান?
-আজ্ঞে বাইশ হাজার।
-হাতে ঘড়ি আছে।
-জ্বী আছে।
-এখন কয়টা বাজে?
-সকাল আটটা।
-আমার হাতে ঘড়ি আছে?
-না নেই।
-জ্বী আজ্ঞে।
-মানে?
-বেকার।
-অদ্ভুত।
(উকিলের প্রস্থান
২| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩২
মোস্তফা সোহেল বলেছেন: সামর্থর মাঝেই সবাইকে চলতে হয়।
৩| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
৪| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! ভাল।
৫| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪১
রাজীব নুর বলেছেন: বিনোদন।
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১৩
আবু আফিয়া বলেছেন: মজা পাইলাম