নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যাত্রা কালের পথিক
-নিচু তলার উকিল
কাঁচের দেশে সাঁঝের বেলায়
পুড়ছে তোমার মায়া,
উড়ছে বালি বাতাস বিনে
করছে শিকার ছায়া।
সবুজ বনে ঘাসের বাড়ী
পাখির আসর তীরে,
জলের দেশে নাইতে গ্যাছে
আর আসেনি ফিরে।
বুকের ভেতর সূর্য কাঁদে
আঁধার হাসে জলে,
ধারাপাতের বুক চিড়ে দ্যাখ
কয় নামতা বলে?
ঝিলের গায়ে প্রেমের বাড়ী
পদ্মপাতার ঠোঁটে,
ভাটির টানে গাঙে দেখি
ভুল গুলো সব ফোটে ।
তোমার বুকে উড়ছে খেচর
রক্তে বাজে বাঁশি,
চিতায় খুঁজি স্বপ্ন তারা
রেখায় পুড়ে রাশি।
পুঁটির ডানায় সাঁতার কাটি
পুইয়ের ডাঁটায় বসে,
তেলাপোকার মতই আমার
স্বপ্ন গুলো ধসে।
ভালবাসার শূন্য হাটে
প্রেম নিয়েছে লুটে,
নয় বালিকার ঠোঁটের ছোঁয়া
খাচ্ছে আমায় খুঁটে ।
চোখের দেশে আকাশ ডাকে
মেঘ দিয়েছে আড়ি,
চাঁদের বুকে অশ্রু ঝড়াক
চাইনা এমন নারী ।
যাত্রা কালের পথিক আমি
মহাকালের ফাঁড়া-
হারিয়ে গ্যাছি তেপান্তরে
তোর দিলে দিক নাড়া
কবর খুড়ো আকাশ নীলে
শূন্যে পরিপাটি,
দূর থেকে দূর বহুদূরে-
পারলে দিও মাটি!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৮
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ দাদা
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২১
ল বলেছেন: অনেক সুন্দর লেখা
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৯
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ। মুগ্ধ হলাম।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৯
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৬
চাঙ্কু বলেছেন: কোবতে ভালা হইছে!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১০
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০১
রাজীব নুর বলেছেন: অনেকদিন পর আপনার পোষ্ট পেলাম।
কেমন আছেন?
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১১
নিচু তলাৱ উকিল বলেছেন: জ্বী দাদা অনেকদিন পর
আমি ভাল আছি
আপনি ভাল আছেন তো?
©somewhere in net ltd.
১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ ছন্দ মুগ্ধ কথামালায়, অসাধারণ ছড়া কবিতা।
শুভকামনা জানবেন