নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

সঙ্গম || নিচু তলার উকিল

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

সঙ্গম
-নিচু তলার উকিল

সাত হাত রশির ওপারে দাঁড়িয়ে মোরগ মুরগীর সঙ্গম দেখি।
মোরগের শীশ্ন খুঁজি একদল বালক,,তারপর কার্তিকে দেখি নেড়ী কুকুরের সঙ্গম।
সঙ্গম দেখে দেখে শৈশব কেটে গেল,,,সুর্যাস্তের প্রথম প্রহরে কুড়োঘরের চালে দেখি চুড়ুই পাখির সঙ্গম।
বর্ষার দিনে বাঁশপাতার নৌকায় বাসর সাজাই;দীর্ঘ সঙ্গমে চলে ব্যাঙ্গের কেরামতি!
তোমরা,আমরা আর আমি চুপিচুপি দেখি নৈতিক খোলামেলা নিষিদ্ধ সঙ্গম।
পালিত গাভী আর ছাগলের সঙ্গমেও আমি,সঙ্গম আর শুধু সঙ্গম।
আমি সঙ্গম দেখি সঙ্গম শিখি সঙ্গমে ভাসি
সঙ্গমে সঙ্গমে আমি বিবর্তনাবাদের ইতিহাস খুঁজি,খুঁজি সঙ্গমের অস্তিত্ববাদ।
অস্তিত্ব রক্ষায় সঙ্গম,বিবর্তনে সঙ্গম,গাড়ীতে সঙ্গম, বাড়ীতে সঙ্গম,ঝোপঝাড় গলিরচিপায় কিংব পার্কে আর রাস্তার ধারে সঙ্গম।
কোথায় সঙ্গম নেই মালতী কোথায় নেই?
মালতী আমরা আর সেই ছোট্টটি নেই আমরাও নষ্ট রাত দুপুরের রঙ্গীন চাদরের নিচে অতি উৎসাহী নিষিদ্ধ সঙ্গম শিখে গ্যাছি।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

সাইন বোর্ড বলেছেন: কথা বলার জন্য একজন দরকার, অার সেই একজনটা হলো মালতি, শেষে এসে অামরা মালতিকে পেলাম, যার সাথে কবি সঙ্গমের কথা বলতে পারে...

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০১

নিচু তলাৱ উকিল বলেছেন: জ্বী ধন্যবাদ

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬

ফেনা বলেছেন: দারুন উপসথাপন। ভাল লাগল।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০১

নিচু তলাৱ উকিল বলেছেন: জ্বী ধন্যবাদ

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একমাত্র সঙ্গম জীবনের সবকিছু হতে পারে না,
সামাজিক জীবনে আমাদের আরও অনেক
কাজ আছে, তাই
"কোথায় সঙ্গম নেই মালতী কোথায় নেই?
ভূলে গিয়ে আরও সুন্দর কিছু ভাবুন
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩

নিচু তলাৱ উকিল বলেছেন: জ্বী ধন্যবাদ

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিচুতলার উকিলের সঙ্গম দেখতে দেখতে.
অভ্যস্ত হয়ে গেছে তার চোঁখ। তাই মালতীকে
রেহাই দেয়না সঙ্গমের কুহক থেকে!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০২

নিচু তলাৱ উকিল বলেছেন: জ্বী ধন্যবাদ

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৩

নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ দাদা

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

সনেট কবি বলেছেন: কি সব কথা! একেবারেই নীচুতলার কথা।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৫

নিচু তলাৱ উকিল বলেছেন: জ্বী ধন্যবাদ

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবনের চূড়ান্ত গন্তব্য সঙ্গম
জীবনের প্রকাশ মাধ্যম সঙ্গম
জীবনের উল্লাস সঙ্গম

সিদ্ধ নিষিদ্ধের দোলাচলে
দেখতে দেখতেই
অবচেতনে গেথে যায় সঙ্গম
ইশ্বরের সেরা উপহার সঙ্গম ;)

কবিতায় +++

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৬

নিচু তলাৱ উকিল বলেছেন: একদম তাই ধন্যবাদ

৮| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৬

শুভবাদী রোদ বলেছেন: জটিল হয়েছে, এক কথায়।

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: জটিল ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.