নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প- নসিব || নিচু তলার উকিল

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২০

নসিব
-নিচু তলার উকিল

মা'কে যেই বললাম"মা আমি হিন্দু মেয়ে বিয়ে করব'
মা ঠিক তখনি অবাক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন,একদম বধির যেন কিছুই শুনেননি।
মিনিট দুয়েক মা বোবার মত ফ্যালফ্যাল করে আমার দিকে তাকিয়ে থেকে বললেন"কী বললি আর একবার বল শুনতে পাইনি"!
আমি নিশ্চিত যে মা শুনতে পেয়েছিল। কী আর করা অগ্যতা আবারও বললাম "মা আমি হিন্দু মেয়ে বিয়ে করবো "!
-তার মানে তুই প্রেম করিস?
-না মা তা নয়।
-তাহলে হঠাৎ এ কেমন অলুক্ষুণে কথা?
-হঠাৎ নয় মা,আমার ছোট থেকেই ইচ্ছে ছিল আমি হিন্দু মেয়ে বিয়ে করবো।
-ভুল করে আমায় যা বলছিস বলছিস তোর বাপের কানে যেন এই কথা না যায়।
-মা তুমিই বাবাকে বল যে উকিল হিন্দু মেয়ে বিয়ে করবে।
-আচ্ছা তোর কি কোন হিন্দু মেয়ে পছন্দ করা আছে নাকি?
-না মা নেই।
-তাহলে?
- ভাল দেখে শুনে প্রস্তাব দিয়ে বিয়ে করবো যেমন আমরা মুসলিম মেয়েদেরকে দেখেশুনে বিয়ে করি ঠিক তেমন।
-তোর কি মনে হয় কোন হিন্দু পরিবার এভাবে তাদের মেয়েকে একটা মুসলিম পরিবারে বিয়ে দিবে?
-কেন দিবে না মা?আমি তো মানুষ তারাও মানুষ তার ধর্ম সে পালন করবে আর আমার ধর্ম আমি!
-তার মানে হিন্দু মেয়ে বিয়ে করবি কিন্তু তাকে মুসলিম বানাবি না।
-না মুসলিম বানাতে হবে কেন?তবে তার যদি আমাদের ধর্ম ভাল লাগে তাহলে সে ইসলাম কবুল করবে না করলে নাই।
-হতচ্ছাড়া অমন মেয়ে আমি বাড়ীতে তুললে তো,,আর হ্যাঁ রে তোরে বিয়েটা দিচ্ছে কে শুনি?
এক পয়সা রোজগারের মুরদ নেই আর বাবু আসছে বিয়ে করতে ভাগ এখান থেকে।

মায়ের তাড়া খেয়ে দেউড়ী ঘর থেকে বের হয়ে এলাম,ভাবছি খুব করে ভাবছি বিয়েটা কী আমার হবেনা।
ডিসিশন ফাইনাল বিয়ে যদি করতেই হয় তাহলে হিন্দু মেয়েকেই বিয়ে করব,,,হু আমার নামও নিচু তলার উকিল দরকার পড়লে নতুন আইন সংবিধানে পাশ করাতে বাধ্য করাবো হু বলে দিলাম তবু সমাজের এ সিস্টেমটাই বদলিয়ে ছাড়বো।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সমাজে এর উদাহরণ আছে, কিন্তু সিস্টেম বদলাতে পারবেন না। হিন্দু রীতির কথা জানা নাই, ইসলাম রীতিতে মেয়েকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে তারপর বিয়ে।



মোটের উপর, সেটেল্ড ম্যারেজ আপনার হবে না। প্রেমের বিয়ে হলে কোন পক্ষই মেনে নেবে না।


গল্পের কথাই বললাম

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৮

নিচু তলাৱ উকিল বলেছেন: জ্বী ইহাই বাস্তব ধন্যবাদ

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগের প্রকাশ।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫

নীল আকাশ বলেছেন: একবার আমারো ইচ্ছে করেছিল । চমৎকার একটা মেয়ে বান্ধবী ছিল। পুরানো সেই অসাধারন দিন গুলির কথা আবার মনে করিয়ে দিলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.