নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুমিদের পুকুরে
একদিন দুপুরে
চারিধারে জঙ্গল ঠিক তার মাঝেতে
সুমি আর ভাবনা
সাথে ছিল লাবনা
পড়িমরি দেই ডুব ভয় আর লাজেতে।
'
এত বড় পুকুরে
আমি একা দুপুরে
হাবুডুবু খাচ্ছি তিন পাক সাঁতারে
খিলখিল হাসিয়া
সুমি ধরে ঠাসিয়া
বলে ওরে চান্দু কেন এলি পাথারে।
'
কই গেলি ভাবনা
তোর পরে লাবনা
সুমি এসে গলা ধরে খুব জোরে ধাক্কায়
জলভরা পুকুরে
ঠাঁই নাই বাপুরে
আচমকা চেয়ে দেখি যাচ্ছিল কাক্কায়।
'
এই ভরা দুপুরে
ডাক দেই টুকুরে
আয় দাদা দুইজনে একসাথে সাঁতরাই
ভয়ে টুকু আসেনা
দরিয়াতে ফাঁসে না
এটা ওটা সেটা নয় দাদা বলে আত্রাই।
'
'
সুমিদের পুকুরে/নিচু তলার উকিল
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০১
পবিত্র হোসাইন বলেছেন: ওরে !!! চরম তো।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০২
বাকপ্রবাস বলেছেন: ছন্দটা দারুণ। ছড়ার প্লট একটু খাপছাড়া মনে হল কিন্তু ছড়াটা সুন্দর। আমি ছড়ার মানুষ তায় সমালোচনা করি, যাতে আমাদের ছড়াগুলো সুন্দর হয়। ভাল হয়।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৬
নজসু বলেছেন:
কবি নজরুলের "লিচু চোর" আদলে লেখা মনে হলো।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪০
যোখার সারনায়েভ বলেছেন: ভালো লেগেছে।
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪০
যোখার সারনায়েভ বলেছেন: ভালো লেগেছে।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
নিচু তলাৱ উকিল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২০
আতোয়ার রহমান বাংলা বলেছেন: ভালো লাগলো