নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাস্তবতায় বিশ্বাসী একজন স্বপ্নবিলাসী মানুষ।

নিচু তলাৱ উকিল

আমি স্বপ্নবিলাসী একজন মানুষ

নিচু তলাৱ উকিল › বিস্তারিত পোস্টঃ

লাল্টু-১

২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৩


রাত জেগে মার্শাল অফ ল নামে একটা গল্প লিখে ভোরের একটু আগে ঘুমাতে গেছিলাম।বিভোর ঘুমাচ্ছিলাম হঠাৎ ভাতিজার ডাক-
-কাকা ও কাকা উঠো তাড়াতাড়ি।
-এখন যা পরে উঠবো।
-না তোমায় এখনেই উঠতে হবে।
-বললাম না আর একটু পর।
- তুমি বুঝতেছো না কাকা কী বড় সব্বোনাশ হইছে আমাদের।
- কী বলিস সব্বোনাশ মানে?
-জ্বী কাকা সব্বোনাশ হইছে আমাদের।
-কী সব্বোনাশ হইছে খুলে বলবি তো?
-খারাপ কাজ করছে।
-খারাপ কাজ!
-জ্বী কাকা খারাপ কাজ হইছে এটার তোমাকে উচিৎ বিচার করে দিতেই হবে।
-কী খারাপ কাজ খুলে বলবি তো?
-ধর্ষণ করছে কাকা ধর্ষণ!
-কে করছে এমন জঘন্য কাজ?
-লাল্টু করছে কাকা লাল্টু আজ সকালে আমাদের উঠানে আমার সামনেই ধর্ষণ করছে।লাল্টুর এত বড় সাহস কাকা তুমি স্বচক্ষে না দেখলে বিশ্বাসই করবেনা।
-লাল্টু ধর্ষণ করছে এ আবার কোন লাল্টু রে।
-কাকা তুমি লাল্টুরেও চিনো না।হক বাড়ীর লাল মোরগটার নাম তো লাল্টু।হক বাড়ীর লোকেরা তো লাল্টু বলেই ডাকে।
-ও আচ্ছা এই কথা আগে বলবি তো।আমার তো হার্টবিট বেড়ে গেছিলো।
-কাকা আমাদের বাড়ীর মুরগীটারে লাল্টু ধর্ষণ করছে এর বিচার তোমাকে করতেই হবে।
শুধু আমাদের বাড়ীর মুরগীটাই নয় কাকা ঐ লাল্টু খুব খারাপ পাড়ার অনেক মুরগীর সাথেই এমন কাজ করছে।
-তুই তো ঠিক কথাই বলছিস লাল্টু তো এটা ঠিক করে নাই।আচ্ছা বল লাল্টু কী জোর করেই এ কাজ করছে?
-হ্যাঁ কাকা জোর করেই করছে।আমাদের মুরগীটা ওর ভয়ে দৌড়ে পালাতে গেছিল কিন্তু লাল্টু ওর পিছে দৌড়ে ধরে ফেলে তারপর কাকা মুরগীটার অনিচ্ছায় সে ধর্ষণ করছে।
-তাহলে তো সে অন্যায় করছে।
-আচ্ছা তোর কাছে কী পাকাপোক্ত সাক্ষী আছে? না থাকলে তো বিচার করা যাবেনা।
-না কাকা নাই ( অনেকক্ষণ মাথা চুলকিয়ে)
-তাহলে তোর মামলা নেয়া গেল না যেদিন সাক্ষী সহ অভিযোগ দিবি সেদিনই এর বিচার হবে।
অতঃপর নিরাশ হয়ে ভাতিজা ফিরে গেলে কম্বলটা টানিয়ে আবার ঘুমানোর চেষ্টা করলাম।ভাতিজা যেতে যেতে কী জানি বিড়বিড় করে বলে গেল শুধু এতটুকু শুনতে পেলাম শালা লাল্টু তোর একদিন কী আমার একদিন।
'
'
'
লাল্টু-১(কাল্পনিক)/নিচু তলার উকিল

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০০

আখ্যাত বলেছেন: লালটুর কাজটি একটি প্রাকৃতিক কাজ
যতদিন প্রকৃতি, ততদিন এই কাজ থাকবে
মানুষের মাঝেও থাকবে
কারণ, মানুষওতো জীব
আর জীব মাত্রেরই জৈবিকতা থাকে

২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৮

নিচু তলাৱ উকিল বলেছেন: জ্বী ঠিক তাই ধন্যবাদ

২| ২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৪

আখেনাটেন বলেছেন: হা হা হা।


লাল্টুদের বাঁশডলা দেওয়া দরকার। X((

২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৯

নিচু তলাৱ উকিল বলেছেন: লাল্টুরা খুব চালাক হয়

৩| ২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: ছোটবেলা আমি একটা মূরগী পালতা, নাম দিয়েছিলাম মালটূ।

৪| ২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪০

নিচু তলাৱ উকিল বলেছেন: নামটা কিন্রু বেশ ছিল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.