নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতে হঠাৎ ভয় পাওয়ায় পরের দিন সকাল বেলায় উকিলবাবুকে
ফু মেডিকেলে নিয়ে যাওয়া হল।
ফু মেডিকেলটি এলাকায় একদম নতুন,নতুন হলেও এই মেডিকেলে প্রতিদিনই ভীর লেগেই থাকে সব থেকে বেশি ভীর লেগে থাকে শনি আর মঙ্গল বার।ফু মেডিকেলের ডাক্তার জনাব ছামছুল হক ঐশ্বরিক ক্ষমতা বলে ডাক্তারের সমস্ত কোর্স সম্পন্ন করে এসেছেন।
যথারীতি ফু মেডিকেলের ডাক্তার জনাব ছামছুল হক এসে উকিলবাবুকে দেখে বলতে লাগলো-
-কেমনে ভয় পাইছেন?
-ঠিক মনে নাই।
-একটা সাদা ছায়া আপনার পিছনে ছিল!
-ঠিক মনে পড়ছে না।
-একটু মনে করে দেখুন তখন আপনার শরীর একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়েছিল।আমি স্পষ্ট করে সেটা দেখতে পাচ্ছি।
খানিকবাদে ডাক্তার সাহেব একটা ঝাড়ু নিয়ে আমার মাথা হতে পা অবধি ঝাড়তে লাগলেন আর সাথে ফু দিয়ে যাচ্ছেন।
ডাক্তার সাহেবের থুথু মিশ্রিত ফুয়ের গন্ধের ঠ্যালায় ততক্ষণে উকিলবাবুর প্রাণ যায় যায় অবস্থা।
সকাল বেলার বাসি থুথুর এমনিতেই যে বিশ্রি গন্ধ তাতে উনি যেভাবে ফু দিচ্ছেন তাতে করে টিকে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে।
বেশকিছুক্ষণ এভাবে ঝাড়ার পর বললেন-
-আপনায় জ্বীন আছড় করছে।
-এখন উপায়?
-আপনার কাটানি করতে হবে।
-কাটানি? সেটা কী খায় না মাথায় দেয়?
-ঐ রকমই খানিকটা খাওয়ার সাথে মাথায়ও দিতে হয়।
-ক্যামনে?
-১০১ টাকা হাদিয়া সাথে দুই কেজি আতপ চাল,একটা কলার মোছা, একটা স্বাস্থ্যবান নাদাসনুদুস মোরগ আর এক গজ লাল কাপড় নিয়ে আগামী মঙ্গলবার আসতে হবে।
-আর কিছু?
-না আর কিছু লাগবেনা তবে এক বোতল পানি ফু দিয়ে পড়ে দিচ্ছি এটা সকাল বিকাল খাবেন।
-ডাক্তার সাহেব ঠিক আছে আসবো তবে একটা কথা আছে বলবো?
-বলুন?
-আপনি কি ব্রাশ ইউজ করেন?
-না
-টুথ পাউডার কিংবা পেস্ট ইউজ করেন?
-না
-তাহলে দাঁত মাজেন কী দিয়ে?
-আঙ্গুলের ডগায় গুল নিয়ে।
-আচ্ছা ভাবী কী এখানে নাকি বাপের বাড়ী?
-এখানেই বাপের বাড়ী থাকবে কেন?
-না মানে বলতে চাচ্ছিলাম যে বিশ্রি গন্ধ?
-গন্ধ! কিসের?
-আপনার মুখের!
'
'
'
৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৪
নিচু তলাৱ উকিল বলেছেন: জ্বী একদম
©somewhere in net ltd.
১| ৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৭
রাজীব নুর বলেছেন: ফু মেডিকেল দারুন আধুনিক নাম।